ভিড় ট্রেনে শাহরুখকে সপাটে চড় মহিলার! হঠাৎ কী ঘটেছিল সেদিন?

Published on:

ভিড় ট্রেনে শাহরুখকে সপাটে চড় মহিলার! হঠাৎ কী ঘটেছিল সেদিন?

শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। কিন্তু এই শাহরুখকেই একবার ভরা ট্রেনের মধ্যে চড় খেতে হয়েছিল এক মহিলার হাতে এই কথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাদশা।

এক সাক্ষাৎকারে কিং খান জানান, তিনি প্রথম দিল্লি থেকে যখন মুম্বাইতে আসছিলেন ট্রেনে করে তখন ট্রেনের মধ্যেই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। টিকিট কেটে সিট রিজার্ভ করে ট্রেনে উঠেছিলেন তিনি। এরপর মুম্বাইয়ে ট্রেন ঢুকতেই অনেকেই তার সিটে বসতে চাইছিলেন তিনি কাউকে বুঝতে দিচ্ছিলেন আবার কাউকে ফিরিয়ে দিচ্ছিলেন।

   
 ⁠

এইরকম পরিস্থিতিতেই এক মহিলা তার আসনে বসতে চান। তিনি জানান ওই আসনে তিনি মহিলাকে বসে দিলেও তার পুরুষ সঙ্গীটিকে বসতে দেবেন না। তখন আচমকাই শাহরুখের গালে সপাটে চড় মেরে বসেন তিনি।

  
 ⁠

প্রথমে পরিস্থিতি কিছুই বুঝে উঠতে পারেননি শাহরুখ। তিনি হকচকিয়ে যান। এরপর ওই মহিলা তাকে জানান, ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পরেই তার লোকাল হয়ে যায়। তখন কোনও আসনই আর সংরক্ষিত থাকে না। জায়গা থাকলে সকলেই সেখানে বসতে পারে। এরপরে নিজের ভুল ধারনা ভাঙে কিং খানের।