ছেলে অভিষেক বচ্চন হোক বা বাবা অমিতাভ বচ্চন, দুজনের সঙ্গেই অভিনয় করেছেন শাহরুখ খান। এবার অমিতাভ বচ্চনকেই একটা এমন বিষয়ে নিশানা করেছিলেন শাহরুখ যা অজানা ছিল খোদ বিগ বির।
জানা যায়, ফারহা খান পরিচালিত একটি ছবিতে অভিষেক, বিভান শাহ, শাহরুখ অভিনয় করেন। সেই সেটেই ঘটেছিল এক কাণ্ড। শাহরুখ সেটে গিয়ে দেখেন দারুন রেগে রয়েছেন পরিচালক। কিন্তু কী কারনে রেগে রয়েছেন তিনি জানতে চাইলে ফারাহ খান বিষয়টি জানান।
এই প্রসঙ্গে শাহরুখ বলেন, ” হঠাৎ ফারহা আমাকে বলে বসেন, সেটে অভিষেক বচ্চন ও বিভান শাহকে তিনি সহ্য করতে পারছেন না। তাঁরা যা যা করছেন তিনি মেনে নিতে পারছেন না। খালি ফোন থেকে ছবি তুলছে, সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে চলেছে। কাজে একদম মন নেই। আমার বিরক্ত লাগছে।”
এরপর,এই কথা শুনে প্রথমটায় শাহরুখ খান দুই স্টারের সঙ্গে কথা বলতে রাজি হননি। কিন্তু ফারহা জোর করায় তিনি একপ্রকার বাধ্য হয়েই দুই স্টারের কাছে যান। এরপর তিনি বলেন, “তখন আমার মনে হয়েছিল, একজন অমিতাভ বচ্চনের ছেলে, অপরজন নাসিরুদ্দিন শাহর ছেলে। তখন মনে মনে আমি ভাবলাম, এদের ‘বাপ’ এদের শেখাতে পারেনি, তো আমি কি শেখাব”।