স্টার জলসার ‘রনং দেহি’-তে দুর্গা কোয়েল! বাকি রূপে দেখা যাবে এই বিশেষ দুই অভিনেত্রীকে

Avatar

Published on:

স্টার জলসার 'রনং দেহি'-তে দুর্গা কোয়েল! বাকি রূপে দেখা যাবে এই বিশেষ দুই অভিনেত্রীকে

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাঁশ পরা শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরও একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া।

প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর।

   
 ⁠

স্টার জলসায় দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তার প্রথম ঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ছবিতে দেখা যাচ্ছে, লাল বেনারসি, গা ভরা সোনার গয়না, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে সৌম্য রূপে ধরা দিয়েছেন তিনি। তাঁকে দেখে মুখ থেকে কথা সরছে না অনুরাগীদের। একটাই বক্তব্য সকলের, ‘আহা কী স্নিগ্ধ’।

  
 ⁠

তবে চ্যানেলের শেয়ার করা প্রোমো-তে কোয়েলের পাশাপাশি দেখা গেল আরও ২ নায়িকাকে। এবারে স্টার জলসার মহালয়ার নাম রাখা হয়েছে রনং দেহি। কোয়েল ছাড়াও দেবী দুর্গার নানা রূপে দেখা যাবে সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারকে।

অপরদিকে জি বাংলায় দুর্গা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘নবরূপে দেবী দুর্গা’ নাম দেওয়া হয়েছে এবারে। ২০২১, ২০২২ সালের পর ২০২৪-এ ফের একবার দুর্গা হচ্ছেন। গতবার এই চ্যানেলে দুর্গা হিসেবে দেখা গিয়েছিল অঙ্কিতা মল্লিককে।

মহালয়ার দিন ভোর পাঁচটায় সংশ্লিষ্ট চ্যানেলে অনুষ্ঠিত হবে তাঁর এই মহালয়া। চিন্ময়ী রূপে মহালয়ার সকালে অসুর দমন করবেন কোয়েল। বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের জন্য দুর্গা সেজেছেন তিনি।পুরো অনুষ্ঠানটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার।