ঘাওড়ি ঘিচা ঘিচকি ঘিচা! মহালয়ায় ব়্যাপ মিউজিকে শিবের নাচ দেখে হেসেই লুটোপুটি দর্শক

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ঠাকুর দেখাও শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরো একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া। ইতিমধ্যেই মহালয়ার পর্বও শেষ। কিন্তু মহালয়ার পরেই ঘটল এক কান্ড। যা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর। এবারে স্টার জলসায় দুর্গা হয়েছিলেন কোয়েল। অপর দিকে শিব রূপে দেখা গেছে রনজয় বিষ্ণুকে। আর টিভির পর্দায় শিবের ওই নাচ দেখেই তুমুল কটাক্ষের ঝড় উঠেছে।
আরও পড়ুন: টাকার উপর বিশ্বাস হারানো পাপ! হঠাৎ সোশাল মিডিয়ায় এমন কেন পোস্ট জিতের? জল্পনা বাড়ালেন নায়ক
শিবের বেশে রণজয়কে দেখা গেছে সারা মুখে মেকআপ করে উত্তাল নাচতে। ব়্যাপ মিউজিকে শোনা যাচ্ছে ‘ঘাওড়ি ঘিচা ঘিচকি ঘিচা’ এমন গান। যা শুনে হেসেই লুটোপুটি খাচ্ছেন দর্শকরা। আর সেই দৃশ্যে একের পর এক চটুল গান লাগিয়ে ট্রোল করা হচ্ছে বিস্তর।
মহালয়া বাঙালির আবেগ। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের চটুল দৃশ্য দেখে বেশ বিরক্ত দর্শক মহল। কেউ লিখেছেন, ‘ছেলেবেলার সেই মহালয়ার দিনগুলো ভুলেই গেলেন’। কেউ কেউ আবার বলছেন, ‘এটা ব্রহ্মা? নাকি নান্টু ঘটক? উমাকে ধরে এনে জাস্ট বিয়ে দিয়ে দিল’। কারোর কটাক্ষ, ‘স্টার জলসার অসুর মেটাল রক গাইছে! আলাদাই তো’। তবে শুধু স্টার জলসা নয়, ট্রোল হচ্ছে জি বাংলার মহালয়া নিয়েও। সেই মহালয়া দেখে একজন কমেন্টে লিখেছেন, ‘জি বাংলার চামুণ্ডাকে দেখে অসুররা মারপিট করবে কী? ওর নাচ দেখে তো হেসেই উল্টে যাচ্ছে! সে কী নাচ রে ভাই’।