তারাদের দেশে শ্রাবন্তী! জন্মদিনে অভিনব উপহার শ্রাবন্তীর ঝুলিতে, খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন হোক কিংবা অভিনয় অথবা সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট যেকোনো কারণেই সব সময় চর্চায় থাকেন তিনি। তবে এবার একেবারে অন্যরকম একটা বিষয়ে নজির গড়লেন অভিনেত্রী। নাম লেখালেন তারাদের দেশে।
আসল বিষয়টি স্পষ্ট করে বলা যাক। লিও নক্ষত্রপুঞ্জের এক নক্ষত্রের নামকরণ করা হল শ্রাবন্তীর নামে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই কথা। নিজের জন্মদিনে এই উপহার পেয়ে কার্যত আপ্লুত শ্রাবন্তী।
২৮ জুলাই এই তারার নামকরণ করা হয়। প্রায় একমাস পর সার্টিফিকেটের ছবি শেয়ার করেছেন তিনি। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
মায়ার বাঁধন ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার সঙ্গে প্রথম নিজের ডেবিউ ছবি করেছিলেন শ্রাবন্তী। শিশু শিল্পী হিসেবে ১৯৯৭ সালের সেই প্রথম সিনেমা জগতে পা রাখা। এরপর ২০০৩ সালে জিতের সঙ্গে চ্যাম্পিয়ন ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপরেই জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নেন মাত্র ১৬ বছর বয়সে।
সম্পর্কের ক্ষেত্রে টালমাটাল যাই হোক নিজের কাজের ক্ষেত্রে লক্ষ্য স্থির রেখেছেন তিনি। কাবেরী অন্তর্ধান রহস্য সিনেমার মধ্যে দিয়ে নিজের অভিনয় দক্ষতার আরো একবার পরিচয় দিয়েছেন তিনি। এরপর দেবী চৌধুরানী শীর্ষক একটি সিনেমা আসছে তার। সেখানে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।