স্ত্রী ২ মুক্তির প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। তথ্য বলছে, জওয়ানের আয়কেও ছাপিয়ে গেছে এই ছবিটি। আশা করা হচ্ছিল শীঘ্রই ৫০০ কোটির মাত্রা ছুঁতে চলেছে। আর সেই আশাই পূর্ণ হল। এর মধ্যে দিয়েই সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে স্ত্রী ২।
জওয়ান আয়ের দিক থেকে শাহরুখ খান এবং অ্যাটলির ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি জওয়ান । এই ছবিটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। মানুষ এই ছবি দেখে এতটাই উচ্ছসিত হয়ে উঠেছিল যে প্রতিটি শো প্রায় হাউস ফুল হত। ভারতে জওয়ানের মোট আয় ছিল ৬৪০.২৫ কোটি টাকা।
কিন্তু মঙ্গলবারের হিসেব অনুযায়ী সেই রেকর্ড ভেঙে দিয়েছে স্ত্রী ২। তাঁদের মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ আয় হয়েছে ৫৮৬ কোটি টাকা। অ্যানালিস্টদের মতে শীঘ্রই সেই গণ্ডি পেরিয়ে যেতে পারে ‘স্ত্রী ২’। ইতিমধ্যেই এই ছবি রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’-এর ব্যবসাকে টপকে গিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি ৫৫৩.৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল।
রণবীর কাপুরের অভিনীত এই ছবি গত বছরের শেষের দিকে মুক্তি পায়। রশ্মিকা মান্দানা, অনিল কাপুর এবং ববি দেওলকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি বক্স অফিসে প্রচুর আয় করে সবাইকে চমকে দিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত, এই ছবি ৫৫৩.৮৭ কোটি টাকা আয় করেছিল।