বিনোদন

জমিয়ে উপভোগ করছেন গর্ভাবস্থা! ঘনঘন অভিনেত্রী কী খাচ্ছেন জানেন?

টলিউডে এখন সুখবরের ছড়াছড়ি। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে তিন মাসের অন্তঃত্ত্বা তিনি। এখন পরিবার থেকে বন্ধু বান্ধব সকলেই যত্ন নিচ্ছেন এই হবু মায়ের। এই সময় সব থেকে বেশি কী খাচ্ছেন অভিনেত্রী? প্রকাশ করলেন নিজেই।

মা হওয়ার আগে ঠিক কী কী করছেন শুভশ্রী তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে৷ তেমনই এই সময় ঠিক কী খেতে ইচ্ছা করছে নায়িকার, তাও জানতে চাইছেন ভক্তরা৷ প্রথম বারের মত এবারেও মাতৃত্বকালীন সময়ের যাবতীয় আপডেট দিচ্ছেন শুভশ্রী।

ইনস্টাগ্রামে আইসক্রিম ও আচারের ছবি দিয়ে নিজের ক্রেভিংয়ের কথা জানালেন নায়িকা৷ একইসঙ্গে জানান, এই পছন্দের খাবার খেতে পেয়ে কতটা খুশি তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অন্তসত্ত্বা বন্ধুকে পাও ভাজি পাঠিয়েছিলেন শ্রাবন্তী। বন্ধুর পাঠানো সেই খাবারের স্বাদে মুগ্ধ রাজ-পত্নী। পাও-ভাজির ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখলেন, ‘কলকাতার সেরা পাও-ভাজি।’ শ্রাবন্তীকে ধন্যবাদও জানিয়েছেন শুভশ্রী।

Back to top button