বিনোদন

হবু মায়ের রূপ যেন ঠিকরে বেরোচ্ছে! শুভশ্রীর বোল্ড লুক ঝড় তুলল নেট দুনিয়ায়

সম্প্রতি দ্বিতীয় বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার গর্ভবতী কালীন অবস্থায় বোল্ড ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। তার থাই স্লিট পোশাকে ছবি দেখে মুগ্ধ অনুরাগী মহল। শুভশ্রীর মন মাতানো পোজে ঘুম উড়েছে অনুরাগীদের।

Instagram এ যে ছবি পোস্ট করা হয়েছে তাতে খোলামেলা পোশাকে বোল্ড আন্দাজে ধরা দিয়েছেন শুভশ্রী। তার রূপের আগুনে যেন ছ্যাকা লাগছে ভক্তদের। ওয়ান সাইড অফ সোল্ডার ড্রেসে প্রেগনেন্সি গ্লো যেন ঠিক করে বেরোচ্ছে। প্রথমবার গর্ভবতীকালীন অবস্থাতেও ঠিক একই রকম ভাবে ছবি দিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর এই লোকের তারিফ করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন তার পাঞ্জাবি লুক পছন্দ তাদের। আবার অনেকেই লিখেছেন তাকে খুব মিষ্টি লাগছে ছবিতে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন অনেকেই। তাদের মতে শুরুর দিকেই শুভশ্রীর যে লুক ছিল তাতেই তাকে ভালো লাগতো। এখন অতটাও ভালো লাগেনা।

স্বামী সংসার নিয়ে সুখী গৃহকোণ শুভশ্রী গাঙ্গুলীর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও সফল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী। এছাড়াও ছেলে ইউভানকে নিয়ে দারুন আনন্দেই সংসার যাপন করছেন তারা। এর মধ্যে ফের একবার খুশির খবর চক্রবর্তী পরিবারের। জানা গিয়েছিল শীঘ্রই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারা। এবার তাতেই সিলমোহর পড়ল।

এদিকে এই পোস্ট করতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে। মৌনী লেখেন, “ভালবাসা, ভালবাসা, আমি ওর সবচেয়ে প্রিয় মাসি হচ্ছি। এ নিয়ে আর কোনও সন্দেহ নেই।” অন্যদিকে শ্রাবন্তী লেখেন, “অনেক শুভেচ্ছা। ভীষণ খুশি।”

কিছুদিন আগেই অবশ্য নিজেদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মুখ খুলে ছিলেন শুভশ্রী। সেখানেই তিনি জানিয়েছিলেন, এবার তাদের ছেলে ইউভানের জন্য খেলার সঙ্গী আনতে চান তারা। অর্থাৎ আরো একটি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন রাজ শুভশ্রী।

Back to top button