ফ্রেন্ডসদের সঙ্গে চুটিয়ে পার্টি! ছবি দিতেই তুমুল ট্রোলড অন্তঃসত্ত্বা শুভশ্রী

আর মাস দুয়েকের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবে রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অভিনেত্রী। সেই রকমই নিজের বন্ধুদের সঙ্গে ছবি দিলেন তিনি। আর তাতেই কটাক্ষ উড়ে এলো এবার। যদিও সেই সবে পাত্তা না দিয়ে নিজের মত করেই জীবনটা উপভোগ করছেন তিনি।
নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে কালো রঙের অফ শোল্ডার টপ পড়তে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে মানানসই মেকআপ ও অ্যাক্সেসরিজ। স্পষ্ট বেবি বাম্প। আর এই ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।
আরও পড়ুন: সাদামাটা জীবন যাপন করেন এখনও! কিন্তু বিয়ে বাড়িতে গান গাইতে কত পারিশ্রমিক নেন অরিজিৎ, জানেন?
বেশ কিছু নেতিবাচক মন্তব্য এসেছে। কেউ কেউ আবার চেহারা নিয়েও মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ছাপড়ি লাগছে’। কেউ আবার কমেন্ট করেছে, ওজন বৃদ্ধি নিয়ে। কিন্তু এই সব কিছুকে পাত্তা না দিয়ে নিজের দ্বিতীয় গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী।
প্রসঙ্গত, দুদিন আগেই ফের নিজের এক পরিচিতের কাছে সাধ খাওয়ার ছবি দিলেন অভিনেত্রী। পেশায় লেখিকা এবং উদ্যোগপতি অর্পিতা রায় চৌধুরী বলে এক কাছের মানুষের কাছে সাধ খেলেন শুভশ্রী। সঙ্গে উপস্থিত ছিলেন রাজও। নিজেই এই আনন্দের মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: বড় পর্দায় পাড়ি জমাচ্ছেন স্মার্ট দিদি! তবে কি বন্ধ হতে চলেছে পাইস হোটেল?
ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের একটি ছিমছাম সাদা সালোয়ার কামিজ পড়েছেন তিনি। রাজ পড়েছিলেন কালো রঙের টি শার্ট। রাজ-শুভশ্রীকে মাঝে রেখে ছবি তুলে দেখা গিয়েছে অনুষ্ঠানের আয়োজক অর্পিতা ও সুব্রতকে।
অভিনেত্রীর সমস্ত পছন্দের রান্না এদিন করা হয়েছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। সকলেই হবু মা ও শিশুর সুস্থতা কামনা করেছেন। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
অভিনেত্রী এই গর্ভবতী কালীন অবস্থায় কেমন আছেন তা জানতে উদগ্রীব অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আপাতত ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। যতটা সম্ভব কাজ করছি ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী”। বাড়ির সকলেই তাঁর খুব খেয়াল রাখছে বলে জানান তিনি। এই মুহূর্তগুলো অভিনেত্রী চুটিয়ে উপভোগ করছেন।