বিনোদন

নয়া লুকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ‘হবু মা’ শুভশ্রী! নিন্দুকদের দিলেন কড়া জবাব

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা। একেক সময় একেক রকম বোল্ড অবতারে ছবি দিয়ে নজর কাড়ছেন অভিনেত্রী। এতে প্রশংসা যেমন পাচ্ছেন তেমন সমালোচনাও জুটছে।

সেলিব্রেটিদের সমালোচক থাকে বরাবরই। কেউ সেটাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে আবার কেউ পাত্তা দেয় না। শুভশ্রী অবশ্য দ্বিতীয় দলেই পড়েন। এবার নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রামে শাহরুখ খানের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে কিং খান বলেছেন, “আমাকে অনেকদিন ট্রোল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! …. পরে ভাবি ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে। তবে নিন্দুকদের কাছে আমার অনুরোধ, টুইটারে গালিগালাজ দেওয়ার হলে বানানটা অন্তত ঠিক লিখুন”। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “নিন্দুকদের প্রতি আমার বার্তা”।

প্রসঙ্গত, এখন স্বপরিবারে বিদেশে ছুটির আমেজে শুভশ্রী।
শুভশ্রী তাঁর পুরো পরিবার নিয়ে এখন ইন্দোনেশিয়াতে ছুটি কাটাচ্ছেন। বালি শহরে দারুন উপভোগ করছেন তাঁরা। সেখানেই বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী। পরনে ওয়ানপিস, চোখে সানগ্লাস, পায়ে স্লিপার, ছেলে ইউভান ও রাজের সঙ্গে তুললেন ছবি। আর সেই পোজ় দিতে গিয়েই ফ্রেমবন্দি হয়ে গেল তাঁর বেবিবাম্প।

Back to top button