বিনোদন

এদের সবটাই শো অফ! বিমানবন্দরে নামতেই শুভশ্রীকে কটাক্ষ নেটিজেনদের

আর মাস দুয়েকের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবে রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। কিন্তু এরমধ্যেই চালিয়ে যাচ্ছেন কাজ। সম্প্রতি মুম্বই গিয়েছিলেন তিনি। কিন্তু বিমান বন্দরে নামতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজির দল। ভাইরাল হয় সেই ভিডিও। আর তাই দেখেই অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে নেমেছেন শুভশ্রী। তাকে দেখে প্রথমে তার কাছে আসতে অস্বীকার করে তার ছেলে ইউ ইউভান। কিন্তু পরে আবার মায়ের হাত ধরে হেঁটে বিমানবন্দর থেকে বেরোয় সে। এই গোটা মুহূর্তটাই ক্যামেরাবন্দি করা হয়েছে। আর এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের মনে হয়েছে এটা সম্পূর্ণটাই শুভশ্রীর পূর্ব পরিকল্পিত। লোক দেখাতেই এইসব করেছেন তিনি। যদিও এসব বিষয় পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা। কিছুদিন আগেই সাত মাসের অন্তঃসত্ত্বকালীন অবস্থায় নেচে মাতালেন শুভশ্রী।

সম্প্রতি ডান্স বাংলা ডান্স এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেবি বাম্প নিয়ে চুটিয়ে নাচ করছেন অভিনেত্রী। ‘চুরাকে দিল মেরা’ গানের তালে বেবিবাম্প নিয়ে ফাটিয়ে নেচেছেন শুভশ্রী। তার পরনে রয়েছে ফ্লোরাল প্রিন্টের ড্রেস এবং পায়ে হাই হিল। তার সঙ্গে নাচের সঙ্গ দিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক অঙ্কুশ হাজরা। ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

আবার মাতৃত্বকালীন ক্রেভিং মেটাতে চুটিয়ে আইসক্রিম খাচ্ছিলেন অভিনেত্রী। প্রেগনেন্সি গ্লো যেন ফেটে পড়ছে তাঁর। আবার জিমে গিয়েও শরীর চর্চার ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গিয়েছিল, কালো লেগিংস আর ধূসর রঙের ঢিলে টি-শার্টে আয়নার সামনে দাঁড়িয়ে ফটো তুলেছেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবিবাম্প।

অভিনেত্রী এই গর্ভবতী কালীন অবস্থায় কেমন আছেন তা জানতে উদগ্রীব অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আপাতত ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। যতটা সম্ভব কাজ করছি ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী”। বাড়ির সকলেই তাঁর খুব খেয়াল রাখছে বলে জানান তিনি। এই মুহূর্তগুলো অভিনেত্রী চুটিয়ে উপভোগ করছেন।

Back to top button