বিনোদন

এবার একাই পথ চলবেন শুভশ্রী! রাজকে ছাড়াই শুরু করছেন এই নতুন কাজ

অভিনয়ে তিনি কতটা দক্ষ সে আর বলে দিতে হয় না। পরিণীতা, বৌদি ক্যান্টিন কিংবা ইন্দুবালা ভাতের হোটেল এ প্রত্যেকটি সিনেমা বা ওয়েব সিরিজে নিজেকে প্রমাণ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার তিনি শুরু করতে চলেছেন এক নতুন অধ্যায়। সেখানে অবশ্য কোনো রকম ভাবেই স্বামীর সাহায্য না নিয়ে একা একাই নিজের দক্ষতায় নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।

জানা গিয়েছে নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামী রাজ চক্রবর্তীর ইতিমধ্যে একটি প্রযোজনা সংস্থা রয়েছে। কিন্তু তিনি নিজের পরিচয় প্রযোজনা সংস্থা খুলতে চান। একই সঙ্গে নতুন প্রজন্মকে কাজ দিতে চান সেই উদ্দেশ্যেই আরো বেশি করে নিজের একটি প্রযোজনা সংস্থা খুলতে চান অভিনেত্রী।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, তার শাশুড়ি এবং তার স্বামী রাজ সব সময় চেয়েছে তিনি যেন অভিনয়ের পাশাপাশি নিজস্ব কিছু কাজ করেন। তারা সব সময় তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাহস করে নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন অভিনেত্রী। সেখানে তিনি নতুন পরিচালক এবং নতুন প্রজন্মকে কাজ দিতে চান বলেও জানান।

এই মুহূর্তে দ্বিতীয় বার মা হওয়ার জার্নি চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আপাতত যাবতীয় কাজ বন্ধ রেখেছেন তিনি। পুজোর সময় বেশ কিছু বড় সিনেমা করবেন না বলেই জানিয়েছেন। এদিকে দেখা গিয়েছিল কিছুদিন আগেই ইন্দোনেশিয়ায় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী।

Back to top button