মহানায়িকা বললে এখনও যে নাম টা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন সুচিত্রা সেন। কিন্তু জীবনের শেষ ধাপে এসে নিজেকে আড়াল করে ফেলেছিলেন তিনি। কিন্তু কী সেই কারণ? যা নিয়ে আজও রয়েছে ধোঁয়াশা। হাসপাতালের ভর্তি হওয়ার আগে জীবনের শেষ কয়েকটা দিন কোথায় কাটিয়েছিলেন তিনি? সেই নিয়েও কৌতূহল সকলের মনে।
সদা ব্যক্তিত্বে ভরপুর এই অভিনেত্রীর জীবনেই ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। শুটিং চলাকালীন তাঁর কাছে এসেছিলো স্বামীর মৃত্যু সংবাদ। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেও তারপরেই নিজেকে সামলে নিয়ে আবার শুরু করেন শুটিং।
জানা যায়, জাহাজ ভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দিবানাথ সেন। যদিও তখন তাঁরা আলাদাই থাকতেন। মৃত্যু সংবাদ শুনে তিনি বলেন, “আমার জীবনের একটা চাবি হারিয়ে গেল”। এরপরেই ফের মন দিয়েছিলেন ‘মেঘ কালো’র শুটিংয়ে।
তাঁকে নিয়ে আলোচনা, বিশ্লেষণ, প্রশংসা সবই হয়েছে ভুরি ভুরি। তবে তিনি মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন চিরন্তন সুন্দরী হিসেবেই। তার থেকেও বড় কথা ভারতীয় সিনেমার এই কিংবদন্তী নায়িকাকে নিয়ে মিথের তো শেষ নেই।