রহস্যে মোড়া জীবন! সেই যুগে কত পারিশ্রমিক নিতেন মহানায়িকা সুচিত্রা সেন?

Avatar

Published on:

রহস্যে মোড়া জীবন! সেই যুগে কত পারিশ্রমিক নিতেন মহানায়িকা সুচিত্রা সেন?

মহানায়িকা বললে এখনও যে নাম টা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন সুচিত্রা সেন। কিন্তু জীবনের শেষ ধাপে এসে নিজেকে আড়াল করে ফেলেছিলেন তিনি। কিন্তু জানেন কি একটা ছবি করার জন্য কত পারিশ্রমিক নিতেন মহানায়িকা?

তাঁকে নিয়ে আলোচনা, বিশ্লেষণ, প্রশংসা সবই হয়েছে ভুরি ভুরি। তবে তিনি মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন চিরন্তন সুন্দরী হিসেবেই। তার থেকেও বড় কথা ভারতীয় সিনেমার এই কিংবদন্তী নায়িকাকে নিয়ে মিথের তো শেষ নেই।

   
 ⁠

জানা যায়, সেই সময়ে একটি ছবি করার জন্য মহানায়িকা যা পারিশ্রমিক নিতেন তা অনেকটাই বেশি। সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। তবে তাঁকে দিয়ে কাজ করানোর জন্য মুখিয়ে থাকতেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। পারিশ্রমিক যাই হোক না কেন তাঁকে পর্দায় উপস্থিত করতে পারলেই যেন সিনেমা স্বার্থক।

  
 ⁠

নায়িকার পারিশ্রমিকের অঙ্ক ছিল সেই যুগের তুলনায় এবং অন্যান্য অভিনেত্রী তো দূরের কথা অনেক অভিনেতাদের থেকেও বেশ বেশি। শোনা যায় শুরুর দিকে সুচিত্রার পারিশ্রমিক ছিল ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। যা পরে বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা।

তাঁকে নিয়ে মানুষের কৌতুহল আজও একই রয়ে গিয়েছে। রূপোলি পর্দায় তাঁর উপস্থিতি লাখো পুরুষ হৃদয়ে ঝড় তুলত।এদিকে তাঁর অন্তরালে চলে নিয়েও রয়েছে রহস্য। অনেকে বলেন, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরই নাকি সুচিত্রা সেন নিজেকে অন্তরালে নিয়ে চলে যান। কিন্তু এই কথা পুরোপুরি ঠিক নয়।

২০১৪ সালের ১৭ জানুয়ারি মৃত্যু হয় এই কিংবদন্তী অভিনেত্রীর। কিন্তু জীবনের শেষ দিনেও থেকে গিয়েছেন সেই অন্তরালেই।