বিনোদন

স্বামী অসুস্থ, আপনি খেলা দেখছেন? ইডেন থেকে ছবি দিতেই ট্রোলের শিকার সুদীপা

সময়টা মোটেই ভালো যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের। মায়ের শরীর খারাপ, পোষ্যর মৃত্যু, তারপর আবার স্বামীর হার্ট অপারেশন সব মিলিয়ে যেন উচাটন পরিস্থিতি তার পরিবারে। তবে সব কিছু সামলে নিয়েও স্বাভাবিক থাকার চেষ্টাই করছেন তিনি। আর তাই এবার ছেলেকে নিয়ে ইডেনে গেলেন খেলা দেখতে। তবে সেই ছবি পোস্ট করতেই উড়ে এলো কটাক্ষ।

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী অগ্নিদেব। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তাঁর বাইপাস হার্ট সার্জারি করতে হবে। সেইমত অস্ত্রোপচার হয়। এখন অবশ্য সুস্থ আছেন তিনি। কিন্তু স্বামীর অসুস্থতার মধ্যেও খেলা দেখতে যাওয়ায় নেটিজেনদের একাংশ তাঁকে বিঁধতে ছাড়লো না।

সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সুদীপা। ক্যাপশনে লিখেছেন, দাদার সঙ্গে আদিদেব চট্টোপাধ্যায়৷ এছাড়া প্রতিটি ছবির সঙ্গে মজাদার ক্যাপশন দিয়েছিলেন সুদীপা৷ ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে৷ একজন লিখেছেন, “স্বামী অসুস্থ, আর আপনারা মা ও ছেলে মিলে খেলা দেখছেন”। অন্যজন লিখেছেন, “অগ্নিদেববাবু অসুস্থ, এর মধ্যে যাওয়াটা কি খুব দরকার ছিল”।

তবে এর পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি উত্তরে লিখেছেন, “আমার ছেলেটা বড্ড ছোট, শেষ কিছুমাস ধরে স্কুল, আর হাসপাতাল ছাড়া আর কোথাও যায়নি৷ দুর্গাপুজোর বিসর্জনের দিন ইডেনের সামনে দিয়ে যেতে যেতে বেচারা খুব উত্তেজিত হয়ে আমায় বলেছিল মা আমাকে একদিন নিয়ে আসবে? তাই আমন্ত্রণ পেয়ে আর বসে থাকতে পারিনি”।

Back to top button