মা থাকলে হয়ত….! সন্তান ছবি দেখে আবেগে ভাসলেন সুদীপা

Published on:

দুশ্চিন্তায় আছি, বাঁচব কী করে? সুদীপার ইঙ্গিতপূর্ণ পোস্টে হাসির রোল

চলতি বছরেই মাতৃ বিয়োগ হয়েছে সুদীপা চট্টোপাধ্যায়ের। এবার রাজ চক্রবর্তীর সন্তান ছবি দেখে আবেগে ভাসলেন অভিনেত্রী। চলতি মাসে ছবি মুক্তির আগেই মঙ্গলবার শহরের এক প্রেক্ষাগৃহে ছিল প্রিমিয়ার। সেখানেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী।

ছবি দেখে এসেই আবেগে ভেসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দীর্ঘ পোস্ট। তিনি লেখেন, “অনেকদিন পর একটা বাংলা সিনেমা, যেটা হলে গিয়ে দেখার ইচ্ছে ছিল।মা থাকলে হয়তো টিকিট কেটে এই ছবি দেখতে যাওয়াই যেত। কিন্তু, মা চলে যাওয়ার পর, আর বাংলা ছবি দেখা হয় না। সুযোগ এলো রাজ আর SVF নিমন্ত্রণ করল বলে”।

   
 ⁠

ছবিতে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীরও। এই প্রসঙ্গে তিনি লেখেন, “একটা কথা আগেই বলে রাখা ভালো আমি মিঠুনদার অন্ধ বললেও কম বলা হবে।মিঠুনদার থেকে ঠিক যেরকম মাপা অভিনয় করবে আশা করেছিলাম, ঠিক সেরকমই পেলাম। এর বেশি বলার দরকার নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন”।শুভশ্রীর অভিনয়েও ভীষণ প্রসংশা করেছেন সুদীপা।

  
 ⁠

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। জানুয়ারি মাসে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৬। গতবছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা।

কিছুদিন আগেই মাতৃ দিবসে মা কে নিয়ে পোস্ট করেছিলেন সুদীপা। লিখেছিলেন, “জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’।জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়,তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়ে সেরা আনন্দ- মার মুখে দেখতে পাওয়া হাসি। তাই,যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়,তাতে ক্ষতি কি? আমার মা- আমার দেখা,পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারব না কেউ। তাই,তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাক”।