বিনোদন

অগ্নিদেবকে দ্বিতীয় জীবন দিয়েছেন! কাকে চির কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন পোস্ট করলেন সুদীপা?

সময়টা মোটেই ভালো যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের। মায়ের শরীর খারাপ, পোষ্যর মৃত্যু, তারপর আবার স্বামীর হার্ট অপারেশন সব মিলিয়ে যেন উচাটন পরিস্থিতি তার পরিবারে। তবে সব কিছু সামলে নিয়েও স্বাভাবিক থাকার চেষ্টাই করছেন তিনি।

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী অগ্নিদেব। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তাঁর বাইপাস হার্ট সার্জারি করতে হবে। সেইমত অস্ত্রোপচার হয়। এখন অবশ্য সুস্থ আছেন তিনি। আর এরপরেই সেই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানালেন রান্নাঘর খ্যাত এই সঞ্চালিকা।

ডঃ মনোজ কুমার ডাগার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি ইনস্টাগ্রামে। সেখানে তিনি লেখেন, “ভগবান সবসময় সব জায়গায় আমাদের সাহায্য করতে পারেন না। সেই জন্যই তো ভগবান চিকিৎসকদের তৈরি করেছেন। এই রকম অনেকের সঙ্গে জীবনে চলার পথে সক্ষাৎ হয়েছে। আর তাঁদের মধ্যে অন্যতম ডঃ মনোজ কুমার ডাগা। যিনি ভারতের সেরা কার্ডিওলজিস্ট। আমার স্বামী অগ্নিদেবকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তাঁকে ধন্যবাদ জানালেও হয়তো কম বলা হবে”। একইসঙ্গে সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কিছুদিন আগেওহাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। গুজব রটেছিল তাঁর নাকি ডেঙ্গু হয়েছিল। আর এই খবরে ভীষণই বিরক্ত তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর ডেঙ্গু হয়নি বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ধরনের ভুয়ো খবরে চরম ক্ষুব্ধ তিনি।

এই অসুস্থতার খবর সত্য নয় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেনন সুদীপা। তিনি লিখেছেন, “আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে না। তিনি অ্যাপোলো গ্লেনেগেলসে ভর্তি হয়েছে অ্যাঞ্জিওগ্রামের জন্য। সকলের উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ। দয়া করে ওর জন্য প্রার্থনা করবেন।”

Back to top button