বুড়ো তো আছেই, একদম চাপ নেবেন না! স্বামীকে নিয়ে কটূক্তি করতেই সপাটে জবাব সুদীপার

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সুদীপা চট্টোপাধ্যায়। নিজের জীবনের যাবতীয় আপডেট সব সময় দিয়ে থাকেন অভিনেত্রী। এবারেও তারা অন্যথা হলো না। কিন্তু তার এই পোষ্টের পরেই ভালো মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্য উড়ে আসে। আর সেই মন্তব্য তার স্বামীকে নিয়ে। এরপর নিজের স্বামীকে নিয়ে কটুক্তি দেখেই একেবারে সপাটে জবাব দেন সুদীপা।
সম্প্রতি সুদিপা একই দিনে দুবার ফ্লাইট মিস করেছেন। সেই কথাই ফেসবুকে জানিয়েছন তিনি। যেখানে লেখা ছিল, “একদিনে দু’বার ফ্লাইট মিস করে আমি কি রেকর্ড করলাম? নাকি আমার মতো আরও কেউ আছে”? তার এই পোস্টে যেমন সহানুভূতিজনক মন্তব্য এসেছে ঠিক তেমনই নেতিবাচক মন্তব্য এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা এড়িয়ে গিয়েছেন সুদীপা। তবে তার স্বামীকে নিয়ে করা মন্তব্যটিকে আর এড়িয়ে যেতে পারেননি তিন। তার যোগ্য উত্তর দিয়েছেন।
একজন লিখেছেন, “বেশ করেছে প্রত্যেকবার করুন কী অসুবিধা, বুড়ো তো আছেই। তারপর ১০০০ এর শাড়ি ৫০০০-এ বিক্রি করবেন। আর কিছু লোকজন স্ট্যাটাস মেইনটেইন করতে কিনতে যাবে একদম চাপ নেবেন না”। এর উত্তরেই সুদীপা লিখেছেন, “কি মিষ্টি দেখতে আপনাকে। আমার সম্পর্কে একদম ভুল ধারণা আপনার। তবে, আপনার মুখখানাই বলে- আপনি মানুষটা ভালো। তাই,reply করলাম”।
অপর দিকে একজন কটাক্ষ করে লিখেছেন, “সত্যি কোথাও যাওয়ার ছিল না। ভিউ বাড়াতে ফাও টিকিট কেটেছিলেন নিশ্চয়ই। নয়তো সত্যি কাজ থাকলে কেউ মিস করে না। দু’ঘণ্টা আগে গিয়ে দরকার হলে অপেক্ষা করবেন। এমন নয় যে ফার্স্টটাইম ফ্লাইটে উঠছেন। যে নিয়মকানুন জানেন না”। এর উত্তরে অবশ্য সুদীপা লিখেছেন, সেদিন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই এক ঘণ্টার রাস্তা তিনি ৩ ঘণ্টাতেও পৌঁছতে পারেননি।