দুশ্চিন্তায় আছি, বাঁচব কী করে? সুদীপার ইঙ্গিতপূর্ণ পোস্টে হাসির রোল

Published on:

দুশ্চিন্তায় আছি, বাঁচব কী করে? সুদীপার ইঙ্গিতপূর্ণ পোস্টে হাসির রোল

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সুদীপা চট্টোপাধ্যায়। নিজের জীবনের যাবতীয় আপডেট সব সময় দিয়ে থাকেন অভিনেত্রী। এবারেও তিনি এমন এক পোস্ট দিলেন যা দেখে হেসেই কুটোপাটি নেটিজেনরা।

এখন মহাকুম্ভে যাওয়ার তোড়জোড়। সবাই ডুব দিয়ে পূণ্য অর্জনের আশায় যাচ্ছেন। এই নিয়েই নাম না করে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন। বোঝা যাচ্ছে যারা ডুব মেরেছেন তাঁদেরকেই ইঙ্গিত করেছেন তিনি।

   
 ⁠

ইন্সটাগ্রামে সুদীপা লিখেছেন, “ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার আশেপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলে তাঁদের তো সবারই মোক্ষলাভ হয়ে যাবে। ভূত হয়ে একা একা বাঁচবো কী করে? মগডালে পা ঝুলিয়ে-আড্ডা হবে না”?

  
 ⁠

হাসির ইমোজি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্ররা। তবে মিশ্র প্রতিক্রিয়াও এসেছে। অনেকেই সমালোচনা করেছেন। একজন আবার লিখেছেন, “যারা যেতে না পেরে ফ্রাস্টেটেড তারাই একমাত্র এতো পুন্য একটা অনুষ্ঠানকে নিয়ে মজা করতে পারে। এই জন্যই বোঝা যায় কেন বাংলাদেশ গিয়ে ওসব খান”।