বিনোদন

কাঁটা চামচে পান্তাভাত? কাঁহাসে আতে হ্যায় ইয়ে লোগ! ভিডিও পোস্ট করতেই তুমুল ট্রোল সুদীপা

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সুদীপা চট্টোপাধ্যায়। নিজের জীবনের যাবতীয় আপডেট সব সময় দিয়ে থাকেন অভিনেত্রী। এবারেও তারা অন্যথা হলো না। কিন্তু তার এই পোষ্টের পরেই ভালো মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্য উড়ে আসে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হলেন সুদীপা।

সম্প্রতি আসামে গিয়েছিলেন সুদীপা। সেখানে গিয়েই নাকি জীবনে প্রথম পান্তা ভাত খেয়েছেন তিনি। অভিনেত্রী এক রিল দেন। সেখানে দেখা যাচ্ছে, পান্তাভাত, কাঁচা পিঁয়াজ, আলুমাখা নিয়ে খাচ্ছিলেন। কিন্তু ট্রোল হওয়ার কারণ হল তিনি কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খেয়েছেন। এই বিষয়টি নিয়েই শুরু হয় মন্তব্যের ঝড়।

নেটিজেনরা লিখেছেন, “বাঙালি হয়ে কখনও পান্তাভাত খায়নি? নাটক যতসব”। কেউ লেখেন, “কাঁটা চামচে পান্তাভাত। কাঁহাসে আতে হ্যায় ইয়ে সব লোগ। এই উহু টা করবেন না তো অসহ্য লাগে শুনতে”। একজন লিখেছেন, পান্তাভাত ফর্ক দিয়ে খেতে হয় আজ আমি জানলাম। গুড জব।”

সম্প্রতি সুদিপা একই দিনে দুবার ফ্লাইট মিস করেছেন। সেই কথাই ফেসবুকে জানিয়েছন তিনি। যেখানে লেখা ছিল, “একদিনে দু’বার ফ্লাইট মিস করে আমি কি রেকর্ড করলাম? নাকি আমার মতো আরও কেউ আছে”? তার এই পোস্টে যেমন সহানুভূতিজনক মন্তব্য এসেছে ঠিক তেমনই নেতিবাচক মন্তব্য এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা এড়িয়ে গিয়েছেন সুদীপা। তবে তার স্বামীকে নিয়ে করা মন্তব্যটিকে আর এড়িয়ে যেতে পারেননি তিন। তার যোগ্য উত্তর দিয়েছেন।

Back to top button