সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সুদীপা চট্টোপাধ্যায়। নিজের জীবনের যাবতীয় আপডেট সব সময় দিয়ে থাকেন অভিনেত্রী। এবারেও তারা অন্যথা হলো না। কিন্তু তার এই পোষ্টের পরেই ভালো মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্য উড়ে আসে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হলেন সুদীপা।
দেখা যায় প্রায়ই বাংলায় রান্নার ভিডিও পোস্ট করে থাকেন তিনি।কিন্তু এবার থেকে হিন্দি ভাষাতেও এই পোস্ট করবেন তিনি। ইতিমধ্যেই হিন্দি ভাষায় একটি পোস্ট করেছেন তিনি। কিন্তু তাঁর এই হিন্দি ভাষার পোস্ট হতেই কটাক্ষে ভরে গিয়েছে কমেন্ট বক্স।
অনেকে লিখেছেন, হিন্দি ছেড়ে বাংলায় যেন পোস্ট করেন তিনি। তবে এই সমস্ত নেতিবাচক কমেন্ট দেখে বেজায় ক্ষেপে গিয়েছেন সুদীপা। তিনি পাল্টা লিখেছেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তখন তাঁর হিন্দি উচ্চারণের দোষত্রুটি ধরতে যায়নি কেউ। কারণ তাঁদের উদ্দেশ্যটা ছিল অন্য। আপনি মূল বিষয়টি দেখুন। না ভাল লাগলে বিদায় হোন”।
অভিনয়ের পাশাপাশি সুদীপা চট্টোপাধ্যায়ের ব্যবসাও রয়েছে। যেমন রেস্তোরাঁ রয়েছে তাঁর ঠিক তেমনই রয়েছে বুটিক। সেই বুটিকের লাইভ নিয়ে লাইভ করতে গিয়েও ট্রোলের শিকার হয়েছেন তিনি।
সেই ভিডিওতে কেউ লিখেছেন, “মশলাপাতি হাঁড়িকড়াই নিয়েই তো ভালো ছিলেন, আবার এসব শাড়ি বিজনেস করতে গেলেন কেন! এইরকম দামে শাড়ি বেচার মতো ফেসভ্যালু আপনার নেই”। কারোর কথায়, “যাই কিডনিটা বেচে আসি”। কারোর মতে আবার, ঘর বাড়ি বেচে শাড়ি কিনতে হবে। কেউ তো আবার বলেছেন, এত দাম দিয়ে শাড়ি না কিনে সোনা কেনা ভালো। তাহলে ভালো কিছুতে ইনভেস্ট করা হবে।