বিনোদন

আমার কাছে তুমি ফিরে এসো! বাবাকেই ‘ছেলে’ হিসেবে পেতে চান সুদীপ্তা

বিয়ের ছয় মাসের মধ্যেই দুঃসংবাদ অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। হঠাৎই পিতৃ বিয়োগ হয়েছে তাঁর। ১০ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রীর বাবা। বাবার মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। এবার নিজের ছেলে হিসেবে বাবাকেই ফিরে পেতে চাইলেন তিনি।

অভিনেত্রীর বাবার মৃত্যু হয়েছে সাত দিন হয়ে গিয়েছে। এক সপ্তাহের মাথায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজের কষ্টের কথা ব্যক্ত করলেন তিনি। জন্মান্তরে নিজের বাবাকেই আবার ছেলে রূপে ফিরে পেতে চাইলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে পেজে এই নিয়ে দীর্ঘ একটি লেখা লিখেছেন তিনি।

অভিনেত্রী লেখেন, “পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আর বাবা বলে কাউকে ডাকব না। আর কাউকে বলব না দরজাটা খোলো। আর কোনও দিন আমার জীবদ্দশায় তুমি আমায় মানি বলে না ডাকলেও, আমার কাছে তুমি ফিরে এসো। মানির বদলে শুধু ডেকো ‘মা’”।

জানা গিয়েছে, নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া হয়ে গিয়েছিল তাঁর বাবার। বহু চিকিৎসার পরেও শেষ রক্ষা করা গেল না। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই আলোর উৎসবের মধ্যেই তাঁদের পরিবারে নেমে আসে অন্ধকার।

সদ্য নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সফল অভিনেত্রী তিনি। কিন্তু তার এই পরিশ্রমের ফল সহজে আসেনি। এর জন্য অনেক লড়াই করতে হয়েছে তাকে। ছোট থেকেই সাক্ষী থেকেছেন তাঁর বাবার কঠোর পরিশ্রমের।

অভিনেত্রী একবার জানিয়েছিলেন, তার পরিবারের অর্থনৈতিক অবস্থা একসময় এতটাও সুন্দর, স্বচ্ছল ছিল না। তিনি বলেন, একসময় তাঁর বাবার চাকরি ছিল না, তখন তাঁর দাদা তাই চাকরি খুঁজছিলেন। ২,২২০ টাকা বিদ্যুৎ বিল এসেছিল একবার। কিন্তু সেই টাকা দিতে না পারায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল তাদের।

অভিনেত্রী তার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ নিজের সবটাই তিনি তাঁর পরিবারকে দিতে চান, যা পেয়েছেন তাঁর সবটাই তাঁদের বাবা-মায়ের আশীর্বাদে।

Back to top button