সময় সব সময় সমান যায় না কারোর। তাই ভালো সময়েও মানুষ দুর্দিনের কথা ভেবে কষ্ট পায়। তেমনই নিজেদের দুঃসময়ের কথা মনে করে গলা ভারী হয়ে উঠেছে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। একবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজেই জানিয়েছেন অভিনেত্রী সেই কথা।
অভিনেত্রীর পরিবারের অর্থনৈতিক অবস্থা একসময় এতটাও সুন্দর, স্বচ্ছল ছিল না। তিনি বলেন, একসময় তাঁর বাবার চাকরি ছিল না, তখন তাঁর দাদা তাই চাকরি খুঁজছিলেন। ২,২২০ টাকা বিদ্যুৎ বিল এসেছিল একবার। কিন্তু সেই টাকা দিতে না পারায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল তাদের।
অভিনেত্রী তার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ নিজের সবটাই তিনি তাঁর পরিবারকে দিতে চান, যা পেয়েছেন তাঁর সবটাই তাঁদের বাবা-মায়ের আশীর্বাদে।
প্রসঙ্গত, ২০২১ সালেই বিয়ের পর্ব সারার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু করোনা পরিস্থিতির জেরে পিছিয়ে যায়। এরপর ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। একেবারে বাঙালিয়ানা মেনেই হয় বিয়ে। সেজেছিলেনও একেবারে বাঙালি বধূর মতোই।