রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছেন সুহানা! ভাইরাল ভিডিও দেখে শাহরুখ কন্যাকে কুর্নিশ নেটপাড়ার

রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান, সঙ্গে রয়েছেন আরও বেশ কিছু স্টার কিড। সম্প্রতি এমনই ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া।
আসল বিষয়টি হলো, স্বাধীনতা দিবসের দিন মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় সুহানা ও আরো কিছু স্টার কিড মিলে দুঃস্থ শিশুদের খাবার খাওয়ায়। মুম্বইয়ের সেই রেস্তরাঁর তরফেই খাবার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অভিনব উদ্যেগেই এদিন শামিল হয়েছিলেন বলিপাড়ার একঝাঁক তারকাসন্তান- খুশি কাপুর, সুহানা খান, অদিতি সায়গাল, অগস্ত্য নন্দা, বেদাং রায়নারা।
এর আগেও একবার রাস্তায় ফেরি করে বেড়ানো এক দুঃস্থ মহিলার হাতে ১০০০ টাকা তুলে দিয়েয়েছিলেন সুহানা খান। তখনও নেটপাড়ার প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এদিন মূলত, ‘দ্য আর্চিস’এর গোটা টিম উপস্থিত ছিল ওই রেস্তোরাঁয়।
জোয়া আখতারের ছবি দ্য আর্চিস এ ডেবিউ করতে দেখা যাবে সুহানা খানকে। ইতিমধ্যেই এই সিনেমার বেশ কিছু ঝলক সামনে এসেছে।১৯৬৪ সালের প্রেক্ষাপটে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেল। তবে শুধু সুহানা বা অগস্ত্য নয় সেখানে আরো বেশ কিছু স্টারকিডকে দেখা যাবে।