বিনোদন

‘নতুনরা সবাই আঁতেল, সিনেমাটাই বোঝে না’, টলিউড নিয়ে হঠাৎ বিস্ফোরক খলনায়ক সুমিত গাঙ্গুলী

এক সময়ে বাংলা সিনেমায় ভিলেন বলতেই কটা চোখ, গাল ভরতি দাড়ি লোকটার মুখ ভেসে উঠত। যার নাম সুমিত গাঙ্গুলী। একচেটিয়া ভিলেনের অভিনয় করে গেছেন তিনি। সেই সময় থেকে দেব জিতের কালেও খলনায়কের ভূমিকায় দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাকেই আর দেখা যাচ্ছে না কোনও সিনেমায়। হঠাৎ কেন ব্রাত্য করলো তাকে ইন্ডাস্ট্রি?

এখন অনেকটাই বদলেছে সিনেমার ধারা। আগের মত চিত্রনাট্য যেমন নেই তেমন খলনায়কদের চরিত্রও বদলেছে। সবেতেই থাকছে টুইস্ট। আগেকার অনেক শিল্পীই যারা সময়ের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তাদের টুকটাক তাও সিনেমায় দেখা যাচ্ছে। কিন্তু যারা তালের সঙ্গে মানাতে পারছেন না তারা পিছিয়ে পড়ছেন। তবে কি সেই জন্যই এখন সুমিত গঙ্গোপাধ্যায় ব্রাত্য টলিউডে?

আরও পড়ুন: সুখবর দিলেন দুর্নিবার! বিয়ের আট মাসের মাথাতেই আসছে নতুন অতিথি

এই প্রসঙ্গে অবশ্য ক্ষোভ রয়েছে তাঁর মনে। সুমিত গাঙ্গুলী এই বিষয়ে জানান, “এখন যে সমস্ত ছেলেমেয়েরা এসেছে সবকটা আঁতেল। সিনেমাই বোঝে না তারা। অদ্ভূত অদ্ভূত সব সাবজেক্ট নিয়ে ছবি তৈরি হচ্ছে। এমন আসছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বাজারে গিয়ে টমেটো দর করছে, পচা মাছ দর করছে, একটা ছোট্ট ঘিনঘিনে বস্তিতে থাকে, সে হিরো। দর্শকদের ভালো লাগবে দেখতে? আইনক্সে ঝকঝকে পর্দায় বসে দেখছে, একটা নোংরা বস্তি সাবজেক্ট। চলবে সেই সিনেমা? তাকে গিয়ে আমি মারব? …. মারধার লাগবে তো”।

আরও পড়ুন: ফুড ব্লগার হবে না কি, কাজকর্ম কিছু নেই আর? এই ভিডিও পোস্ট করতেই নেটদুনিয়ায় তুমুল ট্রোলড সুদীপা

১৯৯৩ সালের বাংলা চলচ্চিত্র তোমার রক্তে আমার সোহাগের মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি।তিন দশক দীর্ঘ কেরিয়ারে প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন সুমিত গঙ্গোপাধ্যায়। বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, কন্যা। কন্যা ভালো গান করেন। তবে পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছেছেন তিনি।

Back to top button