বক্স অফিসে সাফল্য পেতেই বাড়ল অহংকার! এক ঝটকায় ভক্তের হাত সরিয়ে ভক্তের মন ভাঙলেন সানি দেওল

প্রথম সিনেমা মুক্তির ২২ বছর পর মুক্তি পেল তার সিক্যুয়েল। আর ২২ বছর পরেও ঠিক একই রকম উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যে। বক্স অফিসে গদর ২ এতটাই ঝড় তুলল যে চলতি বছরের মুক্তির দিনেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিল। কিন্তু এরপরেই নাকি দারুন অহংকার বেড়ে গিয়েছে ছবির নায়ক সানি দেওলের। ভক্তদের সঙ্গে নাকি তিনি রীতিমত খারাপ ব্যবহার করছেন।
ছবি মুক্তির পরেই প্রচারের কাজে ব্যস্ত অভিনেতা অভিনেত্রীরা। সেই সময় খুব স্বাভাবিক ভাবেই ভক্তরা তাঁদের প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে একটু হাত মেলাতে চান। একটু জড়িয়ে ধরতে চান। কিন্তু এই হাত মেলাতে চাওয়াতেই হল বিপত্তি। এক ভক্ত যখন করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন ঠিক সেই সময় ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিলেন সানি দেওল।
এখানেই শেষ নয়, দেখা যায় প্রচারের সময় এক অনুরাগী ছবি তুলতে গেলে তাঁকে তাড়াতাড়ি করার জন্য ধমকে ওঠেন তিনি। শুধু তাই নয় বরং তাকে চুপ করতেও বলেন তিনি। সানি দেওলের এহেন ব্যবহার দেখে বেশ ক্ষুব্ধ সকলেই। এত দিন প্রচারের আড়ালেই ছিলেন তিনি। হারিয়েছিলেন জনপ্রিয়তা। এখন হটাত ছবি হিট করতেই তার এই রূপ আচরণ দেখে বেজায় বিরক্ত সকলেই।
১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওলের গদর ২। এরপর প্রথম দিনেই এই ছবি আয় করেছে ৫২ কোটি টাকা। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে বক্স অফিসের আয় ছিল ৪০ ও ৪৩ কোটি টাকা। অর্থাৎ প্রথম তিন দিনেই ১৩৫ কোটি টাকা লক্ষী লাভ হয়েছে এই সিনেমার।
দেশভাগের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা। তার ঠিক ২২ বছর পর মুক্তি পেল এই ছবির দ্বিতীয় ভাগ। ফের একবার পর্দায় দেখা গেল সেই সানি- আমিশার জুটি।