গ্লানি মুক্ত হতে চাই! পুরস্কার ফিরিয়ে দিয়েই কাঞ্চনকে কড়া আক্রমণ সুপ্রিয় দত্তের

Avatar

Published on:

গ্লানি মুক্ত হতে চাই! পুরস্কার ফিরিয়ে দিয়েই কাঞ্চনকে কড়া আক্রমণ সুপ্রিয় দত্তের

আরজি কর কাণ্ডের উত্তাপ ক্রমশ বাড়ছে। এরমধ্যেই বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যে একের পর এক শিল্পীরা পুরস্কার ফেরাচ্ছেন। সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়ের পর সেই তালিকায় যোগ হয়েছে অভিনেতা সুপ্রিয় দত্তের নাম। পুরস্কার ফিরিয়ে দিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

কমার্শিয়াল ছবির পাশাপাশি থিয়েটারেও যথেষ্ট জনপ্রিয় মুখ সুপ্রিয় দত্ত। কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ হিসেবে নিজের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। এর পরেই চিঠিতে বিধায়কের নামে অভিযোগ করেছেন তিনি। চিঠির প্রতিটি ছত্রে উঠে এসেছে একরাশ ক্ষোভ।

   
 ⁠

চিঠিতে অভিনেতা লিখেছেন, “গত ২৪ জানুয়ারি, ২০২১ সালে শিশির মঞ্চে আমি পূর্ণদৈর্ঘ্য নাটক বিভাগে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তরফে বিশেষ চরিত্রাভিনেতার পুরস্কার পাই। কিন্তু, বর্তমানে আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনা এবং শাসকদলের ভূমিকা আমায় স্তম্ভিত করেছে। শাসক এবং তাঁর পদলেহণকারী পুলিশের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে তাঁরা সত্য আড়াল করতে কতটা মরিয়া। এমতাবস্থায়, এক কন্যা সন্তানের পিতা হিসেবে আমি ভীত”।

  
 ⁠

বিধায়ক কাঞ্চন মল্লিককে এক হাত নিয়ে চিঠিতে অভিনেতার সংযোজন, ” আমার বন্ধু বর্তমানে শাসক দলের প্রতিনিধি কাঞ্চন মল্লিকের কথায় বুঝলাম, শাসক আসলে পুরস্কার এবং সম্মানের বিনিময়ে মসায়েব খরিদ করে। শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকার ব্যাটেলিয়ন। কাঞ্চনবাবুর এই বিবৃতি আসলে সরকারের ঘোষিত বা অঘোষিত আদেশনামা – হয় সত্য নয় সম্মান। এমতাবস্থায় আমি সত্যের পথ বেছে নিলাম।”

গ্লানি মুক্ত হতে চাই! পুরস্কার ফিরিয়ে দিয়েই কাঞ্চনকে কড়া আক্রমণ সুপ্রিয় দত্তের
গ্লানি মুক্ত হতে চাই! পুরস্কার ফিরিয়ে দিয়েই কাঞ্চনকে কড়া আক্রমণ সুপ্রিয় দত্তের

এরপরেই তিনি পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করে লেখেন, “আমি আমার প্রাপ্ত পুরস্কার এবং পুরস্কার মূল্য সবটাই সরকারকে ফেরত দিয়ে গ্লানিমুক্ত হতে চাই। আপনি গ্রহণ করে আমায় বাধিত করুন”।