বিনোদন

সুশান্তের নাম ভাঙিয়েই চর্চায় থাকতে চাইছেন অঙ্কিতা, জিততে চাইছেন বিগ বস! মারাত্মক অভিযোগ সুশান্ত ভক্তদের

একতা কাপুরের সিরিয়াল পবিত্র রিস্তার হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখাণ্ডে এবং সুশান্ত সিং রাজপুত। মধ্যবিত্তের ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিল এই মেগা ধারাবাহিক। আর সেখান থেকেই সম্পর্কের শুরু হয়েছিল সুশান্ত ও অঙ্কিতার। কিন্তু সাত বছর পর হঠাৎই ছন্দ পতন হয়েছিল। ভেঙে গিয়েছিল সম্পর্ক। তারপর তো রহস্যজনক ভাবে মৃত্যু হল অভিনেতার। এবার বিগ বসের হাউসে এসে সুশান্তকে নিয়ে একাধিকবার নানান ধরনের কথা বলতে শোনা গিয়েছে অঙ্কিতাকে। আর এতেই বেজায় চটেছেন সুশান্তের অনুরাগীরা। তাদের মতে সুশান্তের নাম ভাঙিয়েই বিগ বস জিততে চাইছে অঙ্কিতা।

বিগ বসে স্বামী ভিকি জৈনের সঙ্গে অংশগ্রহণ করেছেন অঙ্কিতা। সেখানেই অভিনেত্রী জানান বেশ কিছু কথা। বলেন, কোনও রকম কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে দিয়েছিলেন সুশান্ত। এমনকি শেষের দিকে ভালো ব্যবহারও করেননি তিনি।

অঙ্কিতা আরও বলেন, সেই রাতে সুশান্তে চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাননি তিনি। তাই অভিনেতাকে আটকানোরও কোনও চেষ্টা করেননি। কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন সুশান্ত। ব্রেক আপের পর আর কোনোদিন সুশান্তের মুখোমুখি হননি তিনি।

এরপর একদিন মুনওয়ারকে অভিনেত্রী জানান, সুশান্তের শেষকৃত্যে তিনি যেতে পারেননি। ভিকি তাঁকে যেতে বলেও ছিলেন। কিন্তু অঙ্কিতা পারেননি। কারণ সুশান্তকে ওই অবস্থায় তিনি দেখতে পারবেন না। বার বার অঙ্কিতা সুশান্তের নাম নেওয়ায় ক্ষুব্ধ অভিনেতার অনুরাগীরা

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আজও রহস্য। কিছু জন বলেন এই অভিনেতাকে একঘরে করে দেওয়া হয়েছিল। যার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি আর সেই থেকেই জীবনের চরম সিদ্ধান্ত নেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। যদিও এখনো রহস্যের নিরসন হয়নি। তবে সুশান্তের প্রেমিকা রিয়ার দিকে তখন আঙুল উঠেছিল। সুশান্তের পরিবার এবং দিদি ও তাকে দায়ী করেছেন এই বিষয়ে। পুলিশের গ্রেফতারের পরেও ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেত্রী।

Back to top button