বিনোদন জগতের মানুষদের দেখে সব সময় হাসিখুশি মনে হলেও তাদের ব্যক্তিগত জীবনে অনেক ঘটনা থাকে যা নিয়ে বিপর্যস্ত হয়ে থাকেন তারা। বাড়ির পরিস্থিতি সামলেও পর্দায় হাসিমুখ বজায় রাখতে হয়। সেই রকমই অপরাজিতা আঢ্য কেউ আমরা সব সময় দেখেছি একগাল প্রাণ খোলা হাসিমুখে। কিন্তু লকডাউনে নিজে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সে কথাই জানিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে সেই সময় তার পাশে দাঁড়ানোর জন্য কার কাছে তিনি সব থেকে বেশি কৃতজ্ঞ সেকথাও জানালেন।
অভিনেত্রী একবার জানান দু’বছর আগে করোনাকালে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাদের পাড়ার সুষমাদি ওই মারাত্মক করোনা পরিস্থিতিতে ঝড়, জল সব পার করে তাঁর মাকে খাবার পৌঁছে দিয়ে গিয়েছেন প্রতিদিন।যে সময়ে এমনভাবে অন্যের সেবা করে গিয়েছেন সুষমাদি, তখন তাঁদেরও কোভিড হয়েছিল।
অভিনেত্রী আরো বলেন, “ওই অবস্থাতেও দিদি প্রতিদিন উপকার করে গিয়েছেন সকলের জন্য। আমফান-ইয়াস এতকিছুর মধ্যেও অন্য বাড়ি থেকে রান্না করে বাড়িতে পাঠিয়েছিল। টানা দু’বছর ওই সার্ভিস দিয়ে গিয়েছেন সুষমাদি”।
গত ২৭ ফেব্রুয়ারি প্রয়াত হন অপরাজিতা আঢ্যর মা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে মৃত্যুর আগে পর্যন্ত তাঁর মায়ের খাবার পৌঁছে দিয়েছেন এই সুষমা দি। অপরাজিতার কথায়, তাঁর মায়ের জীবনের শেষ দিনগুলোতেও যে খুব বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন সুষমাদি।