বিনোদন

বিক্রি হয়ে গেল সুশান্তের স্মৃতিবিজড়িত ফ্ল্যাট, এবার সেই বাড়িই কিনলেন এই বলিউড অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু আজও রহস্য। কিছু জন বলেন এই অভিনেতাকে একঘরে করে দেওয়া হয়েছিল। যার ফলে মানসিক অবসাদে ভুগতে শুরু, করেন তিনি আর সেই থেকেই জীবনের চরম সিদ্ধান্ত নেন। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাট থেকেই মিলেছিল ঝুলন্ত দেহ। তারপর থেকে সেই বাড়ি তালাবন্ধ অবস্থাতেই পড়ে ছিল। এবার জানা গেল সেই ফ্ল্যাট কিনলেন এক বলিউড অভিনেত্রী।

২০২০ সালের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জল ঘোলা হয়েছে প্রচুর। যদিও এখনো রহস্যের নিরসন হয়নি। তবে সুশান্তের প্রেমিকা রিয়ার দিকে তখন আঙুল উঠেছিল। সুশান্তের পরিবার এবং দিদি ও তাকে দায়ী করেছেন এই বিষয়ে। পুলিশের গ্রেফতারের পরেও ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু সেই মৃত্যুর কারণ আজও রহস্য।

মুম্বইয়ের বান্দ্রার মত জায়গায় কোনও ফ্ল্যাট অকারণে ফাঁকা পড়ে থাকা মানে গৃহমালিকের কাছে তা ভীষণই ক্ষতির। তবে ক্রেতা পেলেও অনেকেই সেই বাড়ি কিনতে চাইছেন না সুশান্তের খবর জানতে পারার পর। সব পছন্দ থাকলেও শেষে তারা ফিরে যাচ্ছেন।

তবে এর মধ্যেই জানা গিয়েছে, এই অবস্থায় ওই ফ্ল্যাটের খদ্দের মিলেছে। তা নাকি কিনে নিয়েছেন এক বলি নায়িকা। তিনি আর কেউ নন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা। তবে এই বিষয়ে অভিনেত্রী নিজে কিছু বলেননি। যদিও তার টিমের তরফে জানানো হয়েছে ফ্ল্যাটটি কিনেছেন তিনি।

প্রসঙ্গত, এক রাশ স্বপ্ন ছিল সুশান্তের চোখে। তাঁর একটি ডায়রি ছিল। যেখানে নিজের ৫০ টি ইচ্ছের কথা লিখে রেখেছিলেন তিনি। কিন্তু সেই অপূর্ন ইচ্ছে চোখে নিয়েই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

Back to top button