সোশ্যাল মিডিয়ায় রিলস বানাচ্ছেন সুশান্ত! AI ব্যবহারে ক্ষেপে আগুন ভক্তরা

তিন বছর আগে আচমকাই নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর। তার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছিল নানান মহলে। তার অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারেনি এটি আত্মহত্যা হিসেবে। কিন্তু এ বছর তিনের পরেই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় রিল্স বানাচ্ছেন সুশান্ত। এটা কি আদৌ সত্যি?
একেবারে হুবহু চোখ, হুবহু সেই হাসি। সুশান্ত সিং রাজপুতকে দেখা যাচ্ছে রিলস বানাতে। যা দেখে কার্যত প্রথমে অবাক হবেন আপনিও। তবে এ বাস্তবে সুশান্ত সিং নন। এ আই প্রযুক্তির কারসাজি পুরোটাই।যুবকের শ্যুট করা একটি ভিডিও এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সমাজমাধ্যমে। এই নয়া প্রযুক্তির মাধ্যমেই তাকে পুরো হুবহু সুশান্ত সিং রাজপুত এর মত লাগছে।
অয়ন বলে ওই যুবকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে কোনোভাবেই সুশান্ত সিং এর মত দেখতে নয়। কিন্তু এই নয়া প্রযুক্তির মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মতো লুক তৈরি করেছেন অয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর প্রায় দেড় লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি প্রায়ই সুশান্ত সিং রাজপুতের ভিডিও এবং রিল শেয়ার করেন।
সম্প্রতি ছিছোড়ের লুক তৈরি করেছেন তিনি। তার এই কর্মকাণ্ডে অনেকে যেমন ক্ষেপে গিয়েছেন। ঠিক অনেকে আবার নিজেদের হারিয়ে যাওয়া অভিনেতাকে ফিরে পেয়ে বেশ খুশি হয়েছেন।তাঁর এই রিলটি দেখা মাত্রই সুশান্ত সিং রাজপুতের ভক্তরা নানা রকম মন্তব্য করতে শুরু করেছেন।