বিয়ে করবেন সুস্মিতা সেন! তবে তার আগে চাপালেন বিশেষ শর্ত

Published on:

বিয়ে করবেন সুস্মিতা সেন! তবে তার আগে চাপালেন বিশেষ শর্ত

বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন ৪৯ বছর বয়সে এসেও এখনো অবিবাহিত। শোনা গিয়েছিল বিয়ে করার কোনও ভাবনাও নেই তার। তবে একাধিক সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি জানিয়েছিলেন তাঁর কোনও সম্পর্ক নেই কোনও পুরুষের সঙ্গে। এখন সম্পূর্ণ একা তিনি। তবে এবার বিয়ে করা নিয়ে বিশেষ শর্ত দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

তিনি বলেন, “আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।”

   
 ⁠

শোনা যাচ্ছে, পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে। তবে এক টক শোতে এসে সুস্মিতা বলেন, “আমার জীবনে কোনো পুরুষ নেই। বহুদিন ধরেই আমি সিঙ্গল। তা প্রায় দু’বছর হয়ে গেল আমি সিঙ্গল, ২০২১ সাল থেকে… আমি কোনও সম্পর্কে নেই। আমার জীবনে কিছু অবিশ্বাস্যরকম চমৎকার মানুষ আছেন যাঁরা আমার বন্ধু”।

  
 ⁠

তাঁর সংযোজন, “এই মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম। আর সেটা ছিল অনেকটা লম্বা সময়”।

তবে তাঁর জীবনে বিশ্বাসঘাতকদের কোনও স্থান নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সুস্মিতা বলেন, “ভালোবাসা, যত্ন, এনার্জি থেকে শুরু করে সেই ব্যক্তিকে নিজের বাড়িতেও নিয়ে যান, তাঁর সন্তানদের জীবনেও প্রবেশ করতে দেন। তবে যখন বুঝতে পারেন সম্পর্কটি তাঁর জন্য বিষাক্ত হয়ে উঠছে, তবে কোনও অনুশোচনা এবং অপরাধবোধ ছাড়াই সেখান থেকে দূরে চলে যান।”