ফের বিশেষ সম্মান পেলেন বিশ্ব সুন্দরী! তাও আফসোস থেকে গেল সুস্মিতা সেনের, কেন জানেন?

ফের একবার বিশেষ সম্মান পেলেন বিশ্ব সুন্দরী। এবার টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডিলিট পেলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় মঞ্চে উপস্থিত থেকে পুরস্কার নিতে পারলেন না তিনি।
অভিনেত্রী সুস্মিতা সেনের হয়ে পুরস্কার নিলেন তাঁর বাবা সুবীর সেন। যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বর্তমানে ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। সেই কারণে আপাতত গৃহবন্দি অভিনেত্রী। তাই তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করলেন অভিনেত্রীর বাবা।
সুস্মিতা সেন এই প্রসঙ্গে বলেন, “বাবার ভীষণ ইচ্ছে ছিল আমি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হই। জীবন অবশ্য আমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। ১৮ বছর বয়সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যাওয়ার সময় বাবাকে প্রমিস করেছিলাম জীবনের পরীক্ষায় অনার্স নিয়েই গ্র্যাজুয়েট হবো। আজ আমার বাবা আমার হয়ে এই সম্মান নিলেন, আমার চোখের জল বাঁধ মানছে না। সারা জীবন এই স্মৃতি মনে থাকবে”।
প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ তালির ট্রেলর। সেখানে একজন কিন্নরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। ট্রেলর দেখে এখনই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামী ১৫ আগস্ট থেকে জিও সিনেমায় এই ওয়েব সিরিজ মুক্তি পাবে।