বিনোদন

৪৭ বছর বয়সেও অবিবাহিত সুস্মিতা সেন! কেন বিয়ে করছেন না? মুখ খুললেন অভিনেত্রী

বিয়ে না করেই দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সে এসেও এখনো অবিবাহিত তিনি। তবে বিয়ে করার কোনও ভাবনাও নেই তার। কিন্তু কেন? এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মেয়েরা বাবা চায় না। তারা তাদের বাবাকে মিস করে না এমনটাও জানান তিনি। এমনকি তিনি যখন মেয়েদের জিজ্ঞেস করেন যে তার বিয়ে করা উচিৎ কিনা তখন তার মেয়েরা বলেন, “কেন? কীসের জন্য? আমরা বাবা চাই না”।

অভিনেত্রী আরো বলেন, “আমি হয়তো স্বামী চাই, ওরা একজন বাবার প্রয়োজনীয়তা অনুভব করে না। ওদের কাছে আমার বাবা মানের ওদের দাদু আছে। উনিই ওদের কাছে সবটা”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডিলিট পেয়েছেন তিনি। অভিনেত্রী সুস্মিতা সেনের হয়ে পুরস্কার নিলেন তাঁর বাবা সুবীর সেন। যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার কারণে অনুপস্থিত ছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই থাকতে হয়েছিল তাঁকে। সেই কারণে আপাতত গৃহবন্দি অভিনেত্রী। তাই তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করলেন অভিনেত্রীর বাবা।

Back to top button