বিয়ে না করেই দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ৪৭ বছর বয়সে এসেও এখনো অবিবাহিত তিনি। শোনা গিয়েছিল বিয়ে করার কোনও ভাবনাও নেই তার। তবে কেরিয়ারের দিক থেকে সফলতার শীর্ষে পৌঁছলেও সব সময়ই তিনি প্রাধান্য দিয়েছেন মাতৃত্বকে।
মা হওয়া মুখের কথা নয়। বিশেষ করে যদি একা হাতে সন্তানকে সামলাতে হয় তাহলে তো লড়াইটা আরো দ্বিগুন হয়ে যায়। কর্মক্ষেত্র সামলে নিজের সন্তানদের একা হাতেই বড় করে তুলছেন তিনি।
বিয়ে না করেও মাত্র ২৪ বছর বয়সে প্রথম কন্যা রেনেকে দত্তক নেন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তার ঠিক দশ বছর পর মেয়ে আলিশাকে দত্তক নেন অভিনেত্রী৷ বর্তমানে মুম্বইয়ের ভারসোভাতে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন সুস্মিতা।
কিন্তু শোনা যায়, একবার রেনে তখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। সেই কারণে মাঝপথে শ্যুটিং ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল।সোজা ফ্লাইট বুক করে ফিরে এসেছিলেন সন্তানের কাছে। এক সপ্তাহ পর ফিরেছিলেন শুটিংয়ে।
তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বহু কাটাছেঁড়া হয়েছে। ললিত মোদি থেকে শুরু করে অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে। নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী আগেই বলেছিলেন, “আমি হয়তো স্বামী চাই, ওরা একজন বাবার প্রয়োজনীয়তা অনুভব করে না। ওদের কাছে আমার বাবা মানের ওদের দাদু আছে। উনিই ওদের কাছে সবটা”।
প্রসঙ্গত, গত বছর প্রকাশ্যে আসে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত-সুস্মিতা কাণ্ড। প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেন।অনেকেই ধারণা করে নিয়েছিলেন চুপিসারে বাগদানও বোধহয় সেরে নিয়েছেন দু’জনে। তা নিয়ে সে সময় মুখও খুলেছিলেন সুস্মিতা।