বিনোদন

ব্ল্যাক ড্রেসে স্পষ্ট বেবি বাম্প! কবে আসছে নতুন অতিথি? দিনক্ষণ জানালেন রাজ

দেখতে দেখতে তিন বছর পার করে ফেলল রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। মঙ্গলবার ছিল তার জন্মদিন। আর কদিন পরেই বড় দাদা হবে সে। ছেলের জন্মদিনেও দারুন গ্ল্যামারাস লাগছিল শুভশ্রীকে। ছবিতে স্পষ্ট তার বেবি বাম্প।

ইউভানের ভীষণ পছন্দ ব্যাটম্যান। তাই সেই থিমেই এবার সাজানো হয়েছিল তাদের ঘর, ফ্ল্যাট। কেকও হয়েছিল তেমনই। সকলকেই দেখা গেল কালো পোশাকে। রাজ-শুভশ্রী থেকে ইউভানের বন্ধুবান্ধবদের একই রঙের পোশাক। আর এই পোশাকেই স্পষ্ট হল শুভশ্রীর সাত মাসের বেবি বাম্প।

এবার দ্বিতীয় সন্তান কবে আসছে সেই নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী। জানান, আগামী ডিসেম্বর মাসে তাঁদের কোল আলো করে আসবে দ্বিতীয় সন্তান। তবে চূড়ান্ত তারিখ নিয়ে এখনই কিছু বলতে পারেননি পরিচালক। তবে তাদের এই দ্বিতীয় সন্তান নেওয়ার বিষয়টিও যে পুরোটাই পূর্ব পরিকল্পিত সেটাও জানিয়েছেন পরিচালক। এই প্রসঙ্গে তিনি বলেন, “দ্বিতীয় সন্তানের আসার বিষয় পুরোটাই পরিকল্পিত। আমরা ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হলে ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসব”।

এদিকে কীভাবে কাটল ছোট্ট ইউভানের জন্মদিন? একেবারেই বাড়িতে ঘরোয়া ভাবেই পালন করা হয়েছে ছেলের জন্মদিন। এমনটাই জানিয়েছেন রাজ। ইউভানের কয়েকজন বন্ধু আর ফ্ল্যাটের কিছু আবাসিকদের নিয়েই ছোট করে পালন হয়েছে জন্মদিন।

বাবা মা কী উপহার দিল ছেলে কে? এই প্রসঙ্গে অবশ্য কেউই কিছু না বললেও বাকিদের থেকে কী কী উপহার পেয়েছে তার ছবি অবশ্য পোস্ট করেছেন মা শুভশ্রী। ইউভানকেও দেখা গেল বেশ আনন্দেই কাটাতে। একইসঙ্গে সকলের জানানো শুভেচ্ছাবার্তাও ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

Back to top button