বিনোদন

প্রেগন্যান্সিতেও স্বচ্ছন্দ্য শুভশ্রী! নেচে মাতালেন ইউভান ও তার বন্ধুর সঙ্গে, দেখুন ভিডিও

সম্প্রতি দ্বিতীয় বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গর্ভবতী কালীন অবস্থায় বোল্ড ছবি পোস্ট করে নেট দুনিয়ায় ঝড়ও তুলেছেন অভিনেত্রী। এবার দিলেন নাচের ভিডিও।

ইউভান ও তার বন্ধুদের সঙ্গে নেচে মাত করলেন অভিনেত্রী।ঘরের মধ্যে ইউভান আর তার বন্ধুর সঙ্গে জমিয়ে নাচ করছেন শুভশ্রী। ভিডিয়ো শেয়ার করতেই লাভ ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। অভিনেত্রী নিজেও ক্যাপশনে লিখেছেন, ‘ফান’। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় শুধু নাচেই মাত দিচ্ছেন না, বরং বোল্ড ফটোশ্যুটেও বাজিমাৎ শুভশ্রীর।

কিছুদিন আগেই তার থাই স্লিট পোশাকে ছবি দেখে মুগ্ধ হয়েছে অনুরাগী মহল। শুভশ্রীর মন মাতানো পোজে ঘুম উড়েছে অনুরাগীদের। Instagram এ যে ছবি পোস্ট করা হয়েছে তাতে খোলামেলা পোশাকে বোল্ড আন্দাজে ধরা দিয়েছেন শুভশ্রী। তার রূপের আগুনে যেন ছ্যাকা লাগছে ভক্তদের। ওয়ান সাইড অফ সোল্ডার ড্রেসে প্রেগনেন্সি গ্লো যেন ঠিক করে বেরোচ্ছে। প্রথমবার গর্ভবতীকালীন অবস্থাতেও ঠিক একই রকম ভাবে ছবি দিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর এই লুকের তারিফ করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন তার পাঞ্জাবি লুক পছন্দ তাদের। আবার অনেকেই লিখেছেন তাকে খুব মিষ্টি লাগছে ছবিতে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন অনেকেই। তাদের মতে শুরুর দিকেই শুভশ্রীর যে লুক ছিল তাতেই তাকে ভালো লাগতো। এখন অতটাও ভালো লাগেনা।

Back to top button