তিন থেকে চার হওয়ার অপেক্ষা! সাধ খেলেন শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

আর মাস দুয়েকের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবে রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। এবার সাধ খাওয়ার ছবি শেয়ার করলেন অভিনেত্রী। দ্বিতীয় বার মা হওয়ার আগে জমিয়ে সাধ খেলেন।
কাছের মানুষদের নিয়ে বিশেষ দিনের আনন্দে মেতে উঠেছিলেন তিনি। তবে এবারে আর শাড়ি পরে নয়, ফ্লোরাল প্রিন্টের কুর্তি পরেই সাধ খেলেন শুভশ্রী। সঙ্গে মানানসই মেকআপ, কানে ঝুমকা দুল। দুই পরিবারের কাছের লোকদের নিয়েই হল অনুষ্ঠান।
অভিনেত্রীর সমস্ত পছন্দের রান্না এদিন করা হয়েছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। সকলেই হবু মা ও শিশুর সুস্থতা কামনা করেছেন। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা।
অভিনেত্রী এই গর্ভবতী কালীন অবস্থায় কেমন আছেন তা জানতে উদগ্রীব অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আপাতত ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। যতটা সম্ভব কাজ করছি ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী”। বাড়ির সকলেই তাঁর খুব খেয়াল রাখছে বলে জানান তিনি। এই মুহূর্তগুলো অভিনেত্রী চুটিয়ে উপভোগ করছেন।