শুভশ্রীর বিশেষ দিনে বিশেষ চমক! জীবনের স্পেশাল এই দিনটি কীভাবে কাটাচ্ছেন অভিনেত্রী?

আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবে রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অভিনেত্রী। তার মধ্যেই আজ তার জন্মদিন। আর এবারের জন্মদিন একটু বেশি স্পেশাল তার কাছে।
রাত পোহাতেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেছে। জন্মদিনে কাছের মানুষেরা ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। ‘মামি কা বার্থ ডে’ লিখে তাঁর ননদের মেয়েরা শুভেচ্ছা জানিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বিউটিফুল। এই বছরটা তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। অফস্ক্রিন ও অনস্ক্রিন সমস্ত সাফল্য আসুক তোমার জীবনে।’
প্রসঙ্গত, হ্যালোইনে ছেলেকে ভ্যাম্পায়ার সাজালেন শুভশ্রী। আর সেই ভিডিও গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে ছোট্ট ইউভান কোনও রকম বায়না না করেই চুপচাপ সাজলো মায়ের কাছে। বরং আবার সে বলেও দিল কীভাবে সাজাতে হবে। তবে অবশ্য পরে নিজেকে দেখেই নিজে ভয় পেয়ে গেল ওই তিন বছরের একরত্তি।
অভিনেত্রী এই গর্ভবতী কালীন অবস্থায় কেমন আছেন তা জানতে উদগ্রীব অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আপাতত ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। যতটা সম্ভব কাজ করছি ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী”। বাড়ির সকলেই তাঁর খুব খেয়াল রাখছে বলে জানান তিনি। এই মুহূর্তগুলো অভিনেত্রী চুটিয়ে উপভোগ করছেন।