বিনোদন

‘ভাগ্যিস উত্তম বাবু বেঁচে নেই’! মহানায়ক সম্মান নেওয়ার ছবি দিতেই কটাক্ষ শুভশ্রীকে

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর কেটে গিয়ে বহু বছর। ২৪ জুলাই ছিল তার মৃত্যু বার্ষিকী। এই দিনে একগুচ্ছ তারকাকে দেওয়া হল মহানায়ক পুরষ্কার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কার প্রাপকদের মধ্যেই ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী পুরস্কার নেওয়ার এই ছবি পোস্ট করতেই শুরু কটাক্ষ। প্রশ্ন উঠছে তাদের যোগ্যতা নিয়ে।

নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে সামান্য ইতিবাচক মন্তব্য এলেও বেশিরভাগটাই নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে। যদিও এই নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি অভিনেত্রী।

এই পোস্ট নজরে আসতেই কটাক্ষের ঝড় বইছে নেট দুনিয়ায়। তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। তাঁদের মতে, সত্যিই মহানায়ক সম্মান নিয়ে ছেলে খেলা হচ্ছে৷” কেউ কেউ প্রশ্ন তুলে লিখেছেন, “এখন কি সবাইকেই মহানায়ক সম্মান দেওয়া হচ্ছে”? কেউ আবার কটাক্ষের সুরে বলেছেন, “ভাগ্যিস উত্তম বাবু বেঁচে নেই৷”

এদিন শুভশ্রী ছাড়াও যারা রাজ্য সরকারের তরফে আয়োজিত ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে এই সম্মান পেয়েছেন তারা হলেন, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা ব্যানার্জি ও অঙ্কুশ। অন্যদিকে, বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন হরনাথ চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, সোহিনী সরকার।

Back to top button