বিনোদন

নিজেকেই দেখে ভয় পাচ্ছে ইউভান! হঠাৎ ছেলেকে এমন কেন সাজালেন শুভশ্রী?

আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবে রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অভিনেত্রী। সেই রকমই এক ভিডিও দিলেন তিনি। আর এই ভিডিও এবার তাঁর ছেলে ইউভানকে নিয়ে।

হ্যালোইনে ছেলেকে ভ্যাম্পায়ার সাজালেন শুভশ্রী। আর ছোট্ট ইউভান কোনও রকম বায়না না করেই চুপচাপ সাজলো মায়ের কাছে। বরং আবার সে বলেও দিল কীভাবে সাজাতে হবে। তবে অবশ্য পরে নিজেকে দেখেই নিজে ভয় পেয়ে গেল ওই তিন বছরের একরত্তি।

ভিডিওতে দেখা যাচ্ছে, মা-ছেলে একসঙ্গে গল্প করছে। আর শুভশ্রী তাঁকে মেকআপ করাচ্ছে। ভ্রূ-এ মেকআপ করা থেকে শুরু করে ঠোঁটে লিপস্টিক। মায়ের কাণ্ড চুপ করে দেখছে ইউভান। এরপর সে বলেও দিচ্ছে কোন দিকে বাকি আছে মেকআপের। এরপরেই তাঁকে নিজেকে আয়নায় দেখবে কিনা জিজ্ঞেস করলে সে বলে, ‘না। আমি ভয় পাচ্ছি’। আর এই কথা শুনে হাসিতে লুটিয়ে পড়েন অভিনেত্রী।

গর্ভবতীকালীন অবস্থাতেও ছেলের সঙ্গে চুটিয়ে মজা করছেন শুভশ্রী। ইউভানের যাবতীয় কাজ সে নিজের হাতে করতেই পছন্দ করেন। তাকে খাওয়ানো, স্নান করানো- সবটা নিজে হাতে সামলাতে পছন্দ করেন তিনি। কিছুদিন আগেও ইউভানের জন্মদিনে একরত্তি ছেলের বন্ধুদের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল তাকে।

Back to top button