বিনোদন

সাত মাসের অন্তঃসত্বা শুভশ্রী! ছেলে ইউভানকে নিয়ে কীভাবে কাটছে অবসর?

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা। এবার এই সাত মাসের অন্তঃসত্ত্বকালীন অবস্থায় কিভাবে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি সেই ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

মাতৃত্বকালীন ক্রেভিং মেটাতে চুটিয়ে আইসক্রিম খাচ্ছেন অভিনেত্রী। মুখে ফেস প্যাক। প্রেগনেন্সি গ্লো যেন ফেটে পড়ছে। এদিকে ছেলে ইউভান তখন ব্যস্ত মাছ ধরতে। ছবিতে দেখা যাচ্ছে এক অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে মাছ ধরতে ব্যস্ত ছোট্ট ইউভান।

এখন হালিশহরের বাড়িতে ঘুরতে গিয়েছেন রাজ শুভশ্রী। সঙ্গে গিয়েছে ছোট্ট ইউভানও। আর সেখানেই খোলা উঠোন পেয়ে মনের সুখে ঘুরছে। হালিশহরের বাড়ি সবুজে ঘেরা, রয়েছে পুকুর, বাগান। সেই বাগানে বেগুন, ঢ্যাঁড়শ, লঙ্কা গাছ রয়েছে। পুকুরভর্তি মাছও রয়েছে। সেখানেই ছিপ হাতে দেখা গেল এই খুদেকে।

সম্প্রতি ছেলের এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ঝাড়ু হাতে উঠোনের জল পরিষ্কার করছে একরত্তি। আর সেই দেখে হেসেই খুন হয়েছেন রাজ শুভশ্রী। ছেলের এই মজার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন তারকা দম্পতি।

উঠোনে ঝাড়ু হাতে নেমে পড়েছে জমা জল পরিষ্কার করতে। ওই ভিডিওতে তাদের বলতে শোনা যাচ্ছে, “ঠান্ডা লেগে যাবে কিন্তু”।

ছোট থেকেই শুভশ্রী এবং রাজ দুজনেই ফ্যানেদের সঙ্গে ইউভানের বেড়ে ওঠার সমস্ত রকম মুহূর্ত শেয়ার করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছেলের এই মজার কীর্তির ভিডিও।

Back to top button