অভিনয়ে তিনি কতটা দক্ষ সে আর বলে দিতে হয় না। পরিণীতা, বৌদি ক্যান্টিন কিংবা ইন্দুবালা ভাতের হোটেলের মত প্রত্যেকটি সিনেমা বা ওয়েব সিরিজে নিজেকে প্রমাণ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এই অভিনেত্রী মাত্র ১৭ বছর বয়সেই এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন।
মাত্র ১৭ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন মাত্র ১৭ বছর বয়সে এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালককে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণটাও স্পষ্ট করেছিলেন তিনি। সাফ জানিয়েছিলেন, প্রথম থেকেই তাঁর কাছে স্পষ্ট ছিল তিনি কোন চরিত্র করতে চান এবং কোনটা করতে চাননা। তাই যে চরিত্র প্রস্তাব তিনি পেয়েছিলেন, তিনি জানতেন তিনি তেমন কোনও চরিত্র করতে আসেননি।
তাঁর কথায়, কেউ যদি নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী হয়, তবে সে তাঁর কেরিয়ারে নিজের জায়গা বা নিজের ঠাঁই টুকু ঠিক খুঁজে পাবে। জানা গিয়েছে নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামী রাজ চক্রবর্তীর ইতিমধ্যে একটি প্রযোজনা সংস্থা রয়েছে। কিন্তু তিনি নিজের পরিচয় প্রযোজনা সংস্থা খুলতে চান। একই সঙ্গে নতুন প্রজন্মকে কাজ দিতে চান সেই উদ্দেশ্যেই আরো বেশি করে নিজের একটি প্রযোজনা সংস্থা খুলতে চান অভিনেত্রী।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, তার শাশুড়ি এবং তার স্বামী রাজ সব সময় চেয়েছে তিনি যেন অভিনয়ের পাশাপাশি নিজস্ব কিছু কাজ করেন। তারা সব সময় তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাহস করে নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন অভিনেত্রী। সেখানে তিনি নতুন পরিচালক এবং নতুন প্রজন্মকে কাজ দিতে চান বলেও জানান।