খাওয়া দাওয়া করছে না ইউভান! শুভশ্রীকে ছেলের বাবাকে পেটানোর নিদান শ্বাশতর, কিন্তু কেন?

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ছোট থেকেই তার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার বাবা-মা। কিন্তু ইদানিং কালে বেশ দুষ্টুমি শুরু করেছে ইউভান। একদমই খাওয়া দাওয়া করছে না সে। ফলে নাজেহাল হয়ে পড়েছেন মা শুভশ্রী।
এবার ছেলেকে নিয়ে ভারী সমস্যায় পড়েছেন শুভশ্রী। তিন বছরের ইউভান একদমই নাকি খাওয়া দাওয়া করছে না। দুষ্টুমির মাত্রাও বেড়েছে। এই সমস্যা নিয়েই শুভশ্রী দ্বারস্থ হলেন শ্বাশ্বত চট্টোপাধ্যায় অর্থাৎ অনিমেষ দত্তর। শুনে তিনি যা সমাধানের পথ বাতলেছেন তা জানলে অবাক হবেন আপনিও।
শাশ্বত চট্টোপাধ্যায় এই শুনে জানান, “একটু ক্যালান তো দেখি”। এই সমাধান শুনে কার্যত চমকে উঠেছেন শুভশ্রী। পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন “বাচ্চাকে মারব”? তারপরই আসল কথা বললেন অনিমেষ দত্ত। জানান, “বাচ্চাকে নয়, বাচ্চাকে কেন মারবেন, বাবাকে দিন ঘা কতক! সাইডে নিয়ে এসে কয়েক ঘা দিন দেখবেন ঠিক হয়ে যাবে।” তবে এই কথাটি বেশ মনে ধরেছে শুভশ্রীর।
তবে এই পুরো বিষয়টিই মজার ছলে ঘটেছে। আসলে আবার প্রলয়ের প্রচারে গিয়েই ঘটেছে এই কাণ্ড। বিষয়টি হল, ওয়েব সিরিজে দেখা গিয়েছে এই দুঁদে গোয়েন্দা অফিসারেরও বউয়ের ভয়ে প্রাণ ওষ্ঠাগত। তাই যে যত বড়ই লোক হোন না কেন বাড়িতে বউয়ের কাছে সবাই ভেজা বেড়াল। তাই গোটা কথোপকথনই একেবারেই মজার ছলে।