গলা জড়িয়ে গালে জোর চুম্বন! শুভশ্রীকে কি বোন পাতালেন মৌনী?

কথায় আছে টলিউডের নায়িকারা কখনো ভালো বন্ধু হন না। কিন্তু অতীতে দেখা গিয়েছে নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী একেবারে বন্ধু থেকে বনুয়া হয়ে উঠেছিলেন। কিন্তু সেই বন্ধুত্বেও চির ধরেছে। কিন্তু শুভশ্রীর সঙ্গে কি নতুন বোনুয়া পাতাচ্ছেন মৌনী রায়?
বুধবার জন্মদিন ছিল মৌনী রায়ের। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে শুভশ্রীর হাতে আইসক্রিমের পাত্র। আর তাঁকে জাপটে ধরে চুমু খাচ্ছেন মৌনি। আর একটি সেলফি দিয়েছেন তিনি।
ক্যাপশনে শুভশ্রী লিখলেন, ‘তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার গর্জিয়াস মন @imouniroy।’ পাল্টা উত্তর দিয়ে মৌনি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ সুন্দরী’।
এদিকে, শুভশ্রী এবং শ্রাবন্তির মধ্যেও দেখা যাচ্ছে নিবিড় বন্ধুত্ব। তবে ভক্তকূলদের ভয় তাদের পরিণতিও মিমি-নুসরাতের মত হবে না তো? একসময়ে দেখা গিয়েছিল নুসরত ও মিমি বন্ধু থেকে বনুয়া হয়ে উঠেছিলেন। তবে দুই ‘বোনুয়া’র সেই রসায়ন যে আজ খানিক ফিকে সে কথা প্রায় সকলেরই জানা। যোগাযোগ প্রায় নেই বললেই চলে। দুজনের রাজনীতিতেও পা দেওয়া ছিল একই সঙ্গে।