ইংরেজিতে বরের প্রশংসা করতে গিয়ে বিপত্তি! ফের কটাক্ষের শিকার শুভশ্রী

Published on:

ইংরেজিতে বরের প্রশংসা করতে গিয়ে বিপত্তি! ফের কটাক্ষের শিকার শুভশ্রী

ফের একবার ইংরেজি বলে কটাক্ষের শিকার শুভশ্রী। এবার স্বামীর প্রশংসা করতে গিয়ে উচ্চারণের গরমিল হয় সামান্য। আর তাতেই নিন্দুকেরা ছেঁকে ধরল তাঁকে।

একটি অ্যাওয়ার্ড শোতে পুরস্কৃত হয়েছেন শুভশ্রী। অভিনব স্টাইলের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয় ইন্ডাস্ট্রিতে স্টাইলিশ পরিচালক কে। এই উত্তর দিতে গিয়েই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

   
 ⁠

শুভশ্রী বলেন, স্বামী রাজের প্রশংসায় তাঁকে স্টাইলিশ বলতে গিয়ে স্টাইলিস বলে ফেলেন শুভশ্রী। পাশাপাশি তাঁর ইংরেজি বলার ধরন এবং উচ্চারণ নিয়েও নেটমাধ্যমে ঝড় বয়ে যায়।

  
 ⁠

নেটিজেনরা বলেন, “না উচ্চারণ ঠিক আছে, না কথা বলার ধরন”। অন্য একজনের মন্তব্য, ‘কী ভয়ঙ্কর মেকআপ! ইংরেজি তো ছেড়েই দিলাম’। কেউ কেউ বলছেন, ‘বাংলায় কেন কথা বলেন না আপনারা? ভুল ইংরেজির থেকে ঠিক বাংলা বলা ভাল।’

কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী। সেখানেই কন্যা ইয়ালিনির সঙ্গে ইংরেজিতে কথপোকথন চালাচ্ছিলেন তিনি। সেই ভিডিওতেই নিন্দুকরা সমালোচনা করেছেন। কিছুজন আবার নিন্দা করেছেন ইংরেজিতে কথা বলা নিয়ে। তাঁদের দাবি, ইংরেজি নয়, মেয়ের সঙ্গে বাংলায় কথা বললেই বেশি ভাল করতেন অভিনেত্রী।