বিনোদন

৪ পুত্র, ৮ কন্যা সন্তানের জননী হবেন শুভশ্রী! ভবিষ্যদ্বাণী শুনেই কী বললেন অভিনেত্রী? রইল ভিডিও

এখন প্রতিমুহূর্তেই দিন গুনছেন চক্রবর্তী পরিবার। আর কয়েক দিনের অপেক্ষার পরেই তিন থেকে চার হবেন রাজ শুভশ্রী। তাদের প্রথম সন্তান ইউভানের পর অভিনেত্রীর শখ তার এবার একটি মেয়ে হোক। আর আগামী দিনের সন্তান নিয়েই এবার এক ভবিষ্যৎবাণীর সম্মুখীন হলে অভিনেত্রী।

নিজের গর্ভবতীকালীন অবস্থাতেও চুটিয়ে কাজ করেছেন তিনি। ডান্স বাংলা ডান্সের সেটে নিয়মিত দেখা গিয়েছে তাকে। সেখানেই তার আগামী দিনের সন্তান নিয়ে ভবিষ্যৎবাণী করলো কেকে ও সাকি। আর তাদের ভবিষ্যৎবাণী শুনে হেসে কুটোপাটি সেটের সকলে।

এই দুই ভূত ভবিষ্যৎবাণী করে জানিয়েছে, আগামী ১৫ বছর পর নাকি শুভশ্রী চার পুত্র সন্তান ও আটটি কন্যা সন্তানের জননী হবেন। আর এই কথা শুনে যেমন চমকে উঠেছেন অভিনেত্রী তেমনি একই সঙ্গে হেসে লুটিয়ে পড়েছেন। হাসিতে গড়িয়ে পড়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও।

প্রসঙ্গত, দ্বিতীয় বার মা হওয়ার আগে ডান্স বাংলা ডান্সের সেটে জমিয়ে সাধ খাওয়ানো হয়েছে শুভশ্রীকে। কলাকুশলীদের ভালোবাসায় আবেগে চোখের জলে ভেসেছেন তিনি। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ডান্স বাংলা ডান্সের শুটিং চালিয়ে যাচ্ছিলেন শুভশ্রী। এবার সেই মঞ্চেই জমিয়ে সাধ খাওয়ানো হল তাঁকে। ছিল একেবারে রাজকীয় আয়োজন। অভিনেত্রীর সমস্ত পছন্দের খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল তার সামনে। কলাকুশলী ও সহকর্মীদের এত ভালোবাসা দেখে কেঁদেই ফেলেছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে অবশ্য জমিয়ে সাধও খেয়েছেন তিনি মঞ্চে।

Back to top button