দারুন সাফল্য পেয়েছে ইন্দুবালা ভাতের হোটেল। ওটিটিতে শুভশ্রীর প্রথম ডেবিউ ওয়েব সিরিজ এটি। নিজের দক্ষতার গুণে অভিনয়ে তাক লাগিয়েছেন অভিনেত্রী। এবার এই ওয়েব সিরিজের জন্যেও নতুন পালক যোগ হল টলিউডের মুকুটে। একইসঙ্গে পুরস্কারের ঝুলির ওজন বাড়ল শুভশ্রীর।
সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুম্বইতে এদিন নেক্সার মঞ্চে এসে আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার নিলেন তিনি। পুরস্কার হাতে পেয়েই ধন্যবাদ জানালেন পরিচালক দেবালয়, গল্পকার কল্লোল-সহ গোটা ইন্দুবালা টিমকে।
শুভশ্রীর প্রথম সিরিজ, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ যা ২০২৩ সালেই মুক্তি পায়,দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিতও হয়। তাঁর অভিনয় মন জয় করেছিল দর্শকদের। কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে ওয়েব সিরিজ তৈরি করেছিলেন দেবালয় ভট্টাচার্য। কখনও যুবতী বিধবা আবার কখনও বা বয়স্কার বেশে তাক লাগিয়ে দেন অভিনেত্রী।
এদিকে শেষ হয়েছে বাবলির শুটিং। এখন মুক্তির অপেক্ষায় এই ছবি। পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজেই আবার দেখা মিলতে চলেছে অভিনেত্রীর। বুদ্ধদেব গুহের প্রেমের গল্প, ‘বাবলি’- নিয়ে হবে ছবির প্রেক্ষাপট। ইন্দ্রদীপ দাস গুপ্ত এই প্রজেক্টের সঙ্গীত পরিচালনা করছেন। অভিনেত্রীর বিপরীতে দেখা যাচ্ছে আবীর চট্টোপাধ্যায়কে। সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে। এবার ওয়েব সিরিজে দুজনের যুগলবন্দী দর্শকদের কতটা মনে ধরে সেটাই এখন দেখার।