৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রীর জিমের ভিডিও নিয়ে কটাক্ষ! স্ত্রীর পাশে দাঁড়িয়ে কী বললেন রাজ?

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা। এবার জিমে গিয়ে শরীর চর্চার ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে স্পষ্ট তাঁর বেবীবাম্প। তবে এই আট মাসের অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় তাঁর শরীর চর্চা দেখে রীতিমত আঁতকে উঠেছেন অনুরাগীরা। এই ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এবার এই বিতর্কে স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ চক্রবর্তী।
জিমে গিয়ে শরীর চর্চার ছবি দিলেন তিনি।ওয়েট লিফটিং থেকে শুরু করে নানা ধরনের কসরৎ করতে দেখা গেল তাঁকে। জিমের ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, “কোনও অজুহাতই নেই। আট মাসের গর্ভবতী। উপভোগ করছি। এই জীবন বড়ই সুন্দর”।
এই ছবি দেখে, একজন মন্তব্য করেছেন, “এরকমটা করবেন না। আর কিছু দিন অপেক্ষা করার পর আবার শুরু করুন”।সকলের একটাই প্রশ্ন, ‘করছেনটা কী’? একজন লিখেছেন, “সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল। তার উপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার।”
এই ভিডিওটির পরেই এইসব মন্তব্য দেখে অভিনেত্রী চুপ থাকলেও মুখ খুলেছেন তাঁর স্বামী। একটি কবিতা পাঠ করেছেন সামাজিক মাধ্যমে জনপ্রিয় আবৃত্তিকার পারোমিতা। যে কবিতার মূল বক্তব্য, “মেয়েরাই মেয়েদের জাজ করে”। আর এই পোস্টটি সমর্থন করেছেন রাজ। তিনি পোস্টটি শেয়ার করেছেন। একইসঙ্গে পারোমিতাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে কালো লেগিংস আর ধূসর রঙের ঢিলে টি-শার্টে আয়নার সামনে দাঁড়িয়ে ফটো তুলেছেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবিবাম্প।