স্বপরিবারে বিদেশে ছুটির আমেজে শুভশ্রী! অভিনেত্রীর ছবিতে ধরা পড়ল স্পষ্ট বেবিবাম্প

দ্বিতীয় গর্ভাবস্থা দারুন চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ব্যক্তিগত জীবনে কখন কী করছেন না করছেন তা জানতে সদা উদগ্রীব অনুগামীরা। এবার স্বপরিবারে বিদেশে ছুটির আমেজে শুভশ্রী। নিজেই শেয়ার করেছেন সেই ছবি।
শুভশ্রী তাঁর পুরো পরিবার নিয়ে এখন ইন্দোনেশিয়াতে ছুটি কাটাচ্ছেন। বালি শহরে দারুন উপভোগ করছেন তাঁরা। সেখানেই বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী। পরনে ওয়ানপিস, চোখে সানগ্লাস, পায়ে স্লিপার, ছেলে ইউভান ও রাজের সঙ্গে তুললেন ছবি। আর সেই পোজ় দিতে গিয়েই ফ্রেমবন্দি হয়ে গেল তাঁর বেবিবাম্প।
তবে অভিনেত্রী এই গর্ভবতী কালীন অবস্থায় কেমন আছেন তা জানতে উদগ্রীব অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আপাতত ভালোই আছি ঈশ্বরের আশীর্বাদে। যতটা সম্ভব কাজ করছি ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী”। বাড়ির সকলেই তাঁর খুব খেয়াল রাখছে বলে জানান তিনি। এই মুহূর্তগুলো অভিনেত্রী চুটিয়ে উপভোগ করছেন।
ইউভান প্রসঙ্গে তিনি বলেন, “ইউভান এখন এতটাই ছোট যে হয়তো সেভাবে বুঝতে পারছে না সবটা। তাকে বলা হয়েছে যে ভাই বা বোন হতে চলেছে তার। কিন্তু, কিছুতেই বুঝতে পারছে না কীভাবে হতে চলেছে। শুধুই শুভশ্রীর পেটের দিকে আঙুল দেখিয়ে সে বলছে, ‘মাম্মা, এটা পুরো বেলুনের মতো লাগছে।ইউভান ভীষণই আন্ডারস্ট্যান্ডিং বাচ্চা “
কিছুদিন আগেই তার থাই স্লিট পোশাকে ছবি দেখে মুগ্ধ হয়েছে অনুরাগী মহল। শুভশ্রীর মন মাতানো পোজে ঘুম উড়েছে অনুরাগীদের। Instagram এ যে ছবি পোস্ট করা হয়েছে তাতে খোলামেলা পোশাকে বোল্ড আন্দাজে ধরা দিয়েছেন শুভশ্রী। তার রূপের আগুনে যেন ছ্যাকা লাগছে ভক্তদের। ওয়ান সাইড অফ সোল্ডার ড্রেসে প্রেগনেন্সি গ্লো যেন ঠিক করে বেরোচ্ছে। প্রথমবার গর্ভবতীকালীন অবস্থাতেও ঠিক একই রকম ভাবে ছবি দিয়েছিলেন তিনি।